সুজন কৈরী : নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে ২১ হাজার ৫৭০ পিস বিদেশি সিগারেটসহ একজন কালোবাজারীকে আটক করেছে র্যাব-১০। আটককৃতের নাম- ইউসুফ (৩৪)।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব বলেন, বৃহস্পতিবার রাতে ফতুল্লা মডেল থানাধীন মধ্য সস্তাপুর এলাকায় অভিযান চালিয়ে বিদেশি সিগারেটগুলো উদ্ধার করা হয়। এ সময় আটক করা হয় সিগারেট কালোবাজারী চক্রের সদস্য ইউসুফকে। সিগারেট ছাড়াও তার কাছ থেকে ১টি মোবাইল ও নগদ ৪০০ টাকা উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ইউসুফ পেশাদার সিগারেট কালোবাজারী চক্রের সদস্য। তিনি বেশ কিছুদিন ধরে অবৈধভাবে দেশী ও বিদেশি বিভিন্ন ব্রান্ডের সিগারেট কালোবাজারী ও চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে মজুদ ও বিক্রয় করছিলেন।
ইউসুফের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।