শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ২০ মে, ২০২১, ১১:০৭ রাত
আপডেট : ২০ মে, ২০২১, ১১:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে ঝুকিপূর্ণ ব্রীজের নীচ থেকে মাটি উত্তোলন, ইউএনও র হস্তক্ষেপে মাটি উত্তোলন বন্ধ

এস.এম আকাশ: ফরিদপুরে ঝুকিপূর্ণ ব্রীজের নীচ থেকে অবৈধ ভাবে মাটি উত্তোলন করে সরকারী খাল ভরাট করার কাজ শুরু করেন সদর উপজেলার ১২ নং চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুন্নাহারের ছেলে মোঃ সোয়াদ মিয়া। এলাকাবাসী ও সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজার হস্তক্ষেপে একাজ বন্ধ করা হয়।

আজ বৃহস্পতিবার(২০মে) বেলা ২টার দিকে এঘটনা ঘটে। স্থানীয়রা জানান, চাঁদপুর কুমার নদি থেকে ধোপাডাঙ্গা বাওড় পর্যন্ত এই খালটির অনেক অংশই প্রভাবশালী ও চেয়ারম্যান শামসুন্নাহারের পরিবারদের দখলে রয়েছে। ব্রীজের দুই পাশে খালের সম্পূর্ণ জমি অনেক দিন যাবৎ শামসুন্নাহার দখল করে মাছ চাষ করে আসছে।

চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ত.ম মাসুদ জানান, এই খালটি নিয়ে আদালতে মামলা চলছে। চেয়ারম্যান শামসুন্নাহার এতোদিন খালের ভিতরে দুই পাশে বাঁধ দিয়ে মাছচাষ করে খেয়েছে। এখন খাল ভরাট করে মার্কেট বানানোর জন্য আজ বেকু দিয়ে ঝুকিপূর্ণ ব্রীজের নীচ থেকে অবৈধ ভাবে মাটি উত্তোলন করে খাল ভরাট করার কাজ শুরু করে। এসময় পাবলিকসহ উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে একাজ বন্ধ করা হয়।

শামসুন্নাহারের ছেলে মোঃ সোয়াদ মিয়া জানান, এই জায়গা আমার ফুফুর নামে রয়েছে। ব্রীজের নীচে মাটি সরেগেছে সেজন্য আমি ব্রীজের নীচে মাটি দিয়ে এবং পুকুরের চালা বাধার জন্য আজ বেকু নামিয়ে ছিলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়