শিরোনাম
◈ নিত্যপণ্যের বাজারে অস্বস্তি: বাড়ল ভোজ্য তেল ও ডিমের দাম, সবজির দামও চড়া ◈ ন্যায্যমূল্য না পেয়ে মাঠে পড়ে আছে ৮ লাখ মেট্রিক টন লবণ, এর মধ্যেই আমদানির তোড়জোড় ◈ ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চাইলো বিশ্বের খ্যাতিমান ইহুদি ব্যক্তিত্বরা ◈ বাংলাদেশে কোরিয়ান বিনিয়োগ বাড়াতে সিইপিএ চুক্তি চূড়ান্তের পথে ◈ বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র: নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ◈ সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ: অধস্তন আদালতের বিচারকদের বদলি-পদোন্নতির ক্ষমতা পাচ্ছেন সুপ্রিম কোর্ট ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের গুঞ্জন, যা জানা গেল ◈ ‘সংসদ নির্বাচন পর্যবেক্ষণে হতে পারে ড্রোন ব্যবহার’ ◈ হাসিনা সরকারের কিছু প্রাথমিক ‘ভুল’ ছিল: সজীব ওয়াজেদ জয় ◈ এনসিপির কার্যালয়ের সামনে মধ্যরাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

প্রকাশিত : ২০ মে, ২০২১, ০৭:৩২ বিকাল
আপডেট : ২০ মে, ২০২১, ০৭:৩২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাবি উপাচার্যের মেয়ে জামাইকে নিয়োগ, অনিয়মের প্রমাণ মেলায় সর্বোচ্চ শাস্তি চেয়েছে তদন্ত কমিটি

শরীফ শাওন: [২] রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান, শেষ কর্মদিবসে নিজ ক্ষমতায় ১৩৭ জনকে এডহকে নিয়োগ দিয়েছেন। অনিয়মের তদন্ত শেষে কমিটির সদস্যরা জানান, নিয়োগ তালিকার ৭৮ নম্বরে রয়েছে উপাচার্যের মেয়ে জামাইয়ের নাম। শুধু উপাচার্য নয়, নিয়োগকাণ্ডে কে কার বোন, কার মেয়ে জামাই এগুলো আইডেন্টিফাই করে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

[৩] বৃহস্পতিবার তদন্ত কমিটির চার সদস্যের মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক আবু তাহের বলেন, আজ প্রতিবেদনটি জমা দেওয়া হয়েছে। তদন্তের প্রথম দিনেই দুর্নীতির প্রমান মিলেছে। ডিপার্টমেন্টের প্লানিং কমিটি, রেজিষ্ট্রার বা চেয়ারম্যান নিয়োগের বিষয়ে জানেনা। কিন্তু নিয়োগের কাগজ পাঠিয়ে দেওয়া হয়েছে, যা পুরোটাই অবৈধ।

[৪] অধ্যাপক আবু তাহের বলেন, নিয়োগ কার্যক্রম বন্ধ রাখতে ডিসেম্বরের শেষে মন্ত্রণালয় থেকে উপাচার্যকে অবহিত করার পরও তিনি তা অমান্য করে নিজ ক্ষমতায় নিয়োগ দিয়েছেন। উপাচার্যের ভাষ্যমতে, বিশ্ববিদ্যালয় আইনের ২২ এর ৫ ধারা মোতাবেক বিশেষ ক্ষমতায় তিনি নিয়োগ দেন। তবে আইনের ২২ এর ২ ধারা অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের সকল বিধি অনুসরণ করে নিয়োগ দিতে হবে। বিধি মতে, ২২ এর ২ ধারা প্রতিপালন করে ২২ এর ৫ ধারা অবলম্বন করতে হবে। এছাড়াও নিয়োগপ্রাপ্ত ১৩৭ জনের মধ্যে সিভি পাওয়া গেছে মাত্র ৯ জনের।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়