শিরোনাম
◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: আজ প্রতীক বরাদ্দ, কাল থেকে শুরু প্রচারণা ◈ বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত ◈ জামায়াতের আমিরসহ ৮ নেতাকে নিরাপত্তা দিতে নির্দেশনা দিয়েছে ইসি ◈ ট্রাইব্যুনালে টবি ক্যাডম্যানের না থাকা নিয়ে আলোচনা, পাল্টাপাল্টি বক্তব্য ◈ মাদ্রাসায় বেড়েছে ছুটি ◈ আমার হাঁস যেন চুরি না হয়: রুমিন ফারহানা (ভিডিও) ◈ জঙ্গল সলিমপুর: চার দশকের দখল, সন্ত্রাস ও রক্তে গড়া ৩০ হাজার কোটি টাকার ‘নিষিদ্ধ ভূখণ্ড’ ◈ ক্ষমতায় গেলে ‘বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয়’ গড়ার ঘোষণা জামায়াতে ইসলামীর ◈ ৫৭ হাজার টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরে মার্কিন জাহাজ ◈ রাজধানীতে মিরপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষ, ১৬ জন কর্মী আহত

প্রকাশিত : ২০ মে, ২০২১, ০৭:৩২ বিকাল
আপডেট : ২০ মে, ২০২১, ০৭:৩২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাবি উপাচার্যের মেয়ে জামাইকে নিয়োগ, অনিয়মের প্রমাণ মেলায় সর্বোচ্চ শাস্তি চেয়েছে তদন্ত কমিটি

শরীফ শাওন: [২] রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান, শেষ কর্মদিবসে নিজ ক্ষমতায় ১৩৭ জনকে এডহকে নিয়োগ দিয়েছেন। অনিয়মের তদন্ত শেষে কমিটির সদস্যরা জানান, নিয়োগ তালিকার ৭৮ নম্বরে রয়েছে উপাচার্যের মেয়ে জামাইয়ের নাম। শুধু উপাচার্য নয়, নিয়োগকাণ্ডে কে কার বোন, কার মেয়ে জামাই এগুলো আইডেন্টিফাই করে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

[৩] বৃহস্পতিবার তদন্ত কমিটির চার সদস্যের মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক আবু তাহের বলেন, আজ প্রতিবেদনটি জমা দেওয়া হয়েছে। তদন্তের প্রথম দিনেই দুর্নীতির প্রমান মিলেছে। ডিপার্টমেন্টের প্লানিং কমিটি, রেজিষ্ট্রার বা চেয়ারম্যান নিয়োগের বিষয়ে জানেনা। কিন্তু নিয়োগের কাগজ পাঠিয়ে দেওয়া হয়েছে, যা পুরোটাই অবৈধ।

[৪] অধ্যাপক আবু তাহের বলেন, নিয়োগ কার্যক্রম বন্ধ রাখতে ডিসেম্বরের শেষে মন্ত্রণালয় থেকে উপাচার্যকে অবহিত করার পরও তিনি তা অমান্য করে নিজ ক্ষমতায় নিয়োগ দিয়েছেন। উপাচার্যের ভাষ্যমতে, বিশ্ববিদ্যালয় আইনের ২২ এর ৫ ধারা মোতাবেক বিশেষ ক্ষমতায় তিনি নিয়োগ দেন। তবে আইনের ২২ এর ২ ধারা অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের সকল বিধি অনুসরণ করে নিয়োগ দিতে হবে। বিধি মতে, ২২ এর ২ ধারা প্রতিপালন করে ২২ এর ৫ ধারা অবলম্বন করতে হবে। এছাড়াও নিয়োগপ্রাপ্ত ১৩৭ জনের মধ্যে সিভি পাওয়া গেছে মাত্র ৯ জনের।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়