মহসীন কবির: [২] সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ, রোজিনার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে একাধিক সাংবাদিক সংগঠন।
বুধবার (১৯ মে) জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের একাধিক সংগঠন মানববন্ধন ও সমাবেশ করেছে। ডিবিসি টিভি
[৩] স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি সাংবাদিকরা মানে না উল্লেখ করে বক্তারা, সাংবাদিকদের বিরুদ্ধে আমলাতন্ত্রের অপতৎপরতা বন্ধ করতে সরকারের কাছে দাবি জানান।
[৪] কর্মসূচিতে স্বাধীন সাংবাদিকতা, অনুসন্ধানী সাংবাদিকতাকে বাধাগ্রস্ত করতেই এসব পাঁয়তারা চলছে বলে ক্ষোভ প্রকাশ করেন। তবে কোনকিছুর মাধ্যমে সাংবাদিকতাকে দমানো যাবে না বলে মন্তব্য করা হয়। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এ মানববন্ধনের আয়োজন করে। যমুনা টিভি