শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৮ মে, ২০২১, ০৭:১৯ বিকাল
আপডেট : ১৮ মে, ২০২১, ০৭:২০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈদের পঞ্চম দিনেও পাটুরিয়া ও বাংলাবাজার ঘাটে কর্মস্থলমুখি যাত্রীদের উপচে পড়া ভিড়

শরীফ শাওন: [২] দুরপাল্লার বাস, লঞ্চ ও রেল বন্ধ থাকায় দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের একমাত্র ভরসা নৌপথ। ঈদের ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে বেপরোয়া ছুটছে কর্মজীবীরা।

[৩] মঙ্গলবার সকাল থেকেই রাজবাড়ী দৌলতদিয়া থেকে ফেরিতে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে, পাবনার কাজিরহাট ফেরিঘাট থেকে মানিকগঞ্জের আরিচা ঘাটে এবং মাদারীপুরের শিবচরে বাংলাবাজার ঘাট দিয়ে হাজার হাজার মানুষ কর্মস্থলে ফিরছে। গাদাগাদি করে যাত্রী পারাপারে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা দেখা যায়নি।

[৪] বিআইডব্লিউটিসি’র আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ মহাব্যবস্থাপক জিল্লুর রহমান বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ছোটবড় মোট ১৬টি এবং আরিচা-কাজিরহাট নৌপথে ৪টি ফেরি চালু রয়েছে। যাত্রী ভোগান্তি কমাতে সকল ফেরি চালু রয়েছে, দিনে যাত্রী ও যানবাহান ও রাতে পণ্যবাহী গাড়ি পার হচ্ছে।

[৫] বাংলাবাজার ফেরি ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ বলেন, ঘাটে ঘরমুখি ও কর্মস্থলমুখি যাত্রীদের সমান চাপ রয়েছে। ভোগান্তি কমাতে ১৮টি ফেরি চলাচল করছে, ফেরিতে সহনীয় পর্যায়ে যাত্রী তোলা হচ্ছে। যানবাহনের সংখ্যা কম থাকলেও যাত্রীদের সংখ্যা বেশি।

[৬] যাত্রীদের অভিযোগ, গণপরিবহণ বন্ধ থাকায় ছোট যানবাহনে জীবনের ঝুঁকি নিয়ে অতিরিক্ত ভাড়ায় ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে পাড়ি দিতে হচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়