শিরোনাম
◈ প্রবাসীদের কল্যাণে মালদ্বীপে হাইকমিশনের নতুন উদ্যোগ ◈ দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাবে ১,২০০ মেট্রিক টন ইলিশ, রপ্তানির অনুমোদন পেলো ৩৭ প্রতিষ্ঠান ◈ ঢাকায় তাপমাত্রা বেড়েছে জাতীয় গড়ের চেয়ে বেশি, স্বাস্থ্য ও অর্থনীতি হুমকির মুখে ◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন

প্রকাশিত : ১৮ মে, ২০২১, ০৬:০২ বিকাল
আপডেট : ১৮ মে, ২০২১, ০৬:০২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দলের সঙ্গে মিরপুরে অনুশীলন করেছে সাকিব-মোস্তাফিজ, ৩০ পয়েন্ট তুলতে মরিয়া টিম টাইগার

রাহুল রাজ: [২] কোয়ারেন্টাইন শেষে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার ১৮ মে বিকালে দলের অন্যদের সাথে অনুশীলনে দেখা যায় এই দুই তারকা ক্রিকেটারকে।

[৩] আইপিএল খেলতে ভারতে গিয়েছিলেন সাকিব ও মোস্তাফিজ। করোনাভাইরাসের কারণে টুর্নামেন্ট মাঝপথে স্থগিত হলে তাদের বিশেষ ব্যবস্থায় দেশে ফেরানো হয়। গত ৬ মে ঢাকায় পা রাখেন তারা এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ছিলেন। দুজনের কোভিড নেগেটিভ হওয়ায় আবারও মাঠে ফিরলেন তারা।

[৪] সোমবার ১৭ মে, ক্রিকেটারদের কোভিড পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয় হয়েছে। মঙ্গলবার অনুশীলনের পর তারা ঢুকে যাবে জৈব সুরক্ষা বলয়ে। দুই দল থাকবে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে। হোটেলে জৈব সুরক্ষা বলয় তৈরি করেছে বিসিবি। এক সপ্তাহ আগে হোটেলের নির্দিষ্ট কর্মকর্তাদের ও গ্রাউন্ডসম্যানদের আইসোলেশেনে পাঠিয়েছে বিসিবি। দুই দলের জন্য তিনটি ফ্লোর পুরোপুরি আলাদা করে রাখা হয়েছে। পাশাপাশি নিয়মিত সবার কোভিড পরীক্ষাও করানো হবে।

[৫] আইসিসি বিশ্বকাপ সুপার লিগের তিন ম্যাচ খেলবে দুই দল। ২৩, ২৫ ও ২৮ মে দিবারাত্রির তিনটি ম্যাচ হবে মিরপুর শের-ই-বাংলায়। সুপার লিগের প্রতিটি ম্যাচের জন্য বরাদ্দ ১০ পয়েন্ট। জিতলেই পাওয়া যাবে ১০ পয়েন্ট। হারলে ১০ পয়েন্ট হাতছাড়া। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হারিয়ে ৩০ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে গিয়ে শ্রীলঙ্কা হারিয়েছে ৩০ পয়েন্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়