শিরোনাম
◈ নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পেশ: ২০টি গ্রেডে কার বেতন কত বাড়ছে? ◈ সেনাপ্রধানের নির্বাচন নিয়ে নতুন বার্তা ◈ ভারতে বাংলাদেশ না খেললে বিকল্প দল নেবে আইসিসি, বোর্ডসভায় সিদ্ধান্ত ◈ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের পর এবার নগদ ১ কোটি টাকা দিচ্ছে সরকার ◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি

প্রকাশিত : ১৮ মে, ২০২১, ০৬:০২ বিকাল
আপডেট : ১৮ মে, ২০২১, ০৬:০২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দলের সঙ্গে মিরপুরে অনুশীলন করেছে সাকিব-মোস্তাফিজ, ৩০ পয়েন্ট তুলতে মরিয়া টিম টাইগার

রাহুল রাজ: [২] কোয়ারেন্টাইন শেষে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার ১৮ মে বিকালে দলের অন্যদের সাথে অনুশীলনে দেখা যায় এই দুই তারকা ক্রিকেটারকে।

[৩] আইপিএল খেলতে ভারতে গিয়েছিলেন সাকিব ও মোস্তাফিজ। করোনাভাইরাসের কারণে টুর্নামেন্ট মাঝপথে স্থগিত হলে তাদের বিশেষ ব্যবস্থায় দেশে ফেরানো হয়। গত ৬ মে ঢাকায় পা রাখেন তারা এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ছিলেন। দুজনের কোভিড নেগেটিভ হওয়ায় আবারও মাঠে ফিরলেন তারা।

[৪] সোমবার ১৭ মে, ক্রিকেটারদের কোভিড পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয় হয়েছে। মঙ্গলবার অনুশীলনের পর তারা ঢুকে যাবে জৈব সুরক্ষা বলয়ে। দুই দল থাকবে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে। হোটেলে জৈব সুরক্ষা বলয় তৈরি করেছে বিসিবি। এক সপ্তাহ আগে হোটেলের নির্দিষ্ট কর্মকর্তাদের ও গ্রাউন্ডসম্যানদের আইসোলেশেনে পাঠিয়েছে বিসিবি। দুই দলের জন্য তিনটি ফ্লোর পুরোপুরি আলাদা করে রাখা হয়েছে। পাশাপাশি নিয়মিত সবার কোভিড পরীক্ষাও করানো হবে।

[৫] আইসিসি বিশ্বকাপ সুপার লিগের তিন ম্যাচ খেলবে দুই দল। ২৩, ২৫ ও ২৮ মে দিবারাত্রির তিনটি ম্যাচ হবে মিরপুর শের-ই-বাংলায়। সুপার লিগের প্রতিটি ম্যাচের জন্য বরাদ্দ ১০ পয়েন্ট। জিতলেই পাওয়া যাবে ১০ পয়েন্ট। হারলে ১০ পয়েন্ট হাতছাড়া। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হারিয়ে ৩০ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে গিয়ে শ্রীলঙ্কা হারিয়েছে ৩০ পয়েন্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়