বাশার নূরু: [২] প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী প্রেস সচিব-২ আশরাফ সিদ্দিকী বিটুকে আরও তিন বছরের জন্য একই পদে রেখে দিয়েছে সরকার।
[৩] গত ২৫ এপ্রিল বা যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য চুক্তিতে বিটুকে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নিয়োগ দিয়ে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
[৪] ২০১৯ সালের ৬ মে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হিসেবে চুক্তিতে নিয়োগ পান বিটু।
[৫] আদেশে বলা হয়, পূর্বের শর্তের ধারাবাহিকতা ও একই শর্তে তাকে আবারো ওই পদে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। আগের নিয়োগের শর্ত ঠিক রেখে নতুন করে চুক্তিপত্র করা হবে।