শিরোনাম
◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা ◈ হাইকমিশনারকে হুমকি, নয়াদিল্লির প্রেস নোট প্রত্যাখ্যান করল বাংলাদেশ

প্রকাশিত : ১৮ মে, ২০২১, ০১:৪০ দুপুর
আপডেট : ১৯ মে, ২০২১, ০৭:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরকার ও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এই মামলা এখনই নিঃশর্তভাবে প্রত্যাহার করা হোক: আনিসুল হক

মিনহাজুল আবেদীন: [২] মঙ্গলবার (১৮ মে) সিএমএম কোর্টে দৈনিক প্রথম আলোর সহযোগী সম্পাদক এবং কিশোর আলোর সম্পাদক এসব কথা বলেন।

[৩] আনিসুল হক বলেন, প্রথম আলোর পক্ষ থেকে আমরা আইন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল। সব সময় আদালতের কাছ থেকে ন্যায় বিচার পাওয়ার আস্থা রাখি।

[৪] তিনি বলেন, আইনের বাইরে একজন সাংবাদিক ও মুক্তিযুদ্ধের চেতনার ধারক হিসেবে বলতে চাই, রিমান্ডের আবেদন কেন করা হলো? এটি তো নাও করা যেত। তাহলে আজ আমরা জামিন নিয়ে কথা বলতে পারতাম। তবে আমরা আগে জামিনের জন্য আবদন করবো।

[৫] কিশোর আলোর সম্পাদক বলেন, বাংলাদেশের সাংবাদিকতার সার্থে দেশের সব সাংবাদিক সমাজকে এক হতে হবে। সবাই মিলে আওয়াজ তোলেন এই মামলা আজই প্রত্যাহার করা হোক।

[৬] তিনি বলেন, আড়াই শো বছর আগে মার্কিন প্রেসিডেন্ট জেফারসন বলে গেছেন, সংবাদপত্রবিহীন সরকার এবং সরকারবিহীন সংবাদপত্র, এদুটোর মধ্যে আমি দ্বিতীয়টিগ্রহণ করতে একমুহুর্ত’ও সময় নেব না’।

[৭] আনিসুল হক বলেন, আমরা ৪র্থ স্টেজে সরকার ও প্রশাসনের সহযোগী। আমরা যদি দুর্নীতির তথ্য তুলে না ধরি, তাহলে সরকার কীভাবে জানবে দেশে দুর্নীতি হচ্ছে। কাজেই আমরা সরকারের উপকার করার চেষ্টা করছি। রোজিনা ইসলাম তার পেশাগত দায়িত্ব পালন করতে যাচ্ছে।

[৮] তিনি বলেন, সরকারের কাছে আমার আহবান কারা সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করছে, সরকার ও উচ্চ মহলে যারা আছেন তারা এই বিষয়টি দেখবেন। তবে আইনের যতো প্রক্রিয়া রয়েছে তা আমরা অব্যাহত রাখবো।

[৯] তিনি আরও বলেন, সাংবাদিকতা একটি মত প্রকাশের স্বাধীনতা, তথ্যের অবাধ প্রবাহ প্রতিটি নাগরিকের জানার অধিকার আছে। যদি সাংবাদিকার ওপর জুলুম করা হয়, সেটি দেশ ও প্রশাসন এবং সু-শাসনের জন্য ভালো না। যা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের কথা নয়। বঙ্গবন্ধু তার সব বইয়ে বারবার সংবাদপত্রের স্বাধীনতার কথা বলে গেছেন। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়