শিরোনাম
◈ রয়টার্সকে দেয়া সাক্ষাৎকার: ভারতীয় কূটনীতিকের সঙ্গে ‘গোপন’ বৈঠকের কথা জানালেন জামায়াত আমীর ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের স্পিকারের সাক্ষাৎ ◈ নতুন বছরে সাম্য ও ন্যায়ভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলব: প্রধান উপদেষ্টা ◈ বি‌সি‌বি কর্মকর্তারা সিলেট স্টেডিয়াম থেকে খালেদা জিয়ার জানাজায় শরিক হন ◈ ইসলামী বক্তা আমির হামজার সম্পদ ১.৫৭ কোটি টাকা, স্বর্ণ ও আসবাব উপহার হিসেবে প্রাপ্ত ◈ খালেদা জিয়া ও ভারতের সম্পর্কে ওঠাপড়া আর আড়ষ্টতার নেপথ্যে ◈ চীন–বাংলাদেশ বন্ধুত্বে খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয়: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত টঙ্গীতে বিশ্ব ইজতেমাসহ সব কর্মসূচি স্থগিত, খুলে ফেলা হচ্ছে প্যান্ডেল  ◈ খালেদা জিয়ার দর্শন–মূল্যবোধ ভারত–বাংলাদেশ অংশীদারত্বে দিকনির্দেশ দেবে: জয়শঙ্কর ◈ একযোগে এনবিআরের ১৭ কমিশনারকে বদলি

প্রকাশিত : ১৭ মে, ২০২১, ০৭:২৩ সকাল
আপডেট : ১৭ মে, ২০২১, ০৭:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাকালেও ফুলে-ফেঁপে উঠেছে যুক্তরাষ্ট্রের শীর্ষ ১০ কোম্পানি, আবারও এক নম্বরে জেপি মর্গান

সালেহ্ বিপ্লব: [২] করোনা মহামারিতে বিশ্ব অর্থনীতি যখন মন্দা ও অস্থিরতায় নাজেহাল, তখন নির্বিকার-নিরুদ্বেগ ছিলো যুক্তরাষ্ট্রের শীর্ষ ১০ কোম্পানি। করোনাকালে এই দশের কলেবর বেড়েছে, টাকাও কামিয়েছে বিস্তর। ফোর্বস

[৩] ১৯তম বার্ষিক ফোর্বস গ্লোবাল ২০০০ তালিকা করা হয়েছে বেশ কয়েকটি মানদণ্ডে। মার্কেট ভ্যালু, সেলস, প্রফিট ও অর্জিত সম্পত্তি- এই কটি বিষয়ে অগ্রগতি হিসেব করা হয়েছে। গেলো ১৬ এপ্রিল পর্যন্ত ১২ মাসের যে তথ্য-উপাত্ত, তাতে সব মানদণ্ডেই স্ফীত হয়েছে ১০ শীর্ষ মাকিন কোম্পানির ব্যবসা।

[৪] এক বছরে এই প্রতিষ্ঠানগুলোর বিক্রির সম্মিলিত পরিমাণ ২ দশমিক ২ ট্রিলিয়ন ছাড়িয়ে গেছে। এটি আগের বছরের তুলনায় ২৯ শতাংশ বেশি।

[৫] লাভের পরিমাণ ৩১৬ বিলিয়ন ডলার, আগের বছরের চেয়ে ১৭ শতাংশ বেশি।

[৬] অর্জিত সম্পদের মূল্য ১৩ দশমিক ২ ট্রিলিয়ন ডলারের চেয়ে বেশি, যা আগের বছরের চেয়ে বেড়েছে ৫ শতাংশ।

[৭] দশ জায়ান্টের সম্মিলিত মার্কেট ভ্যালুর হিসেব-নিকেশটা চূড়ান্ত হয়নি এখনও, তবে প্রাথমিক যোগ-বিয়োগে বলা যায়, সেটিও প্রায় ৮৭ শতাংশ বেড়ে ৯ দশমিক ৬ ট্রিলিয়ন ডলার হয়ে গেছে।

[৮] জেপি মরগ্যান পর পর তৃতীয়বার ধরে রেখেছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড়ো কোম্পানির আসন। আবারও দ্বিতীয় স্থানে এসেছে ওয়ারেন বাফেটের হোল্ডিং কোম্পানি বার্কশায়ার হাথাওয়ে। তৃতীয় স্থানে রয়েছে অ্যাপল।

[৯] অ্যালফাবেট, মাইক্রোসফট, সিটি গ্রুপ এবং ওয়েলস ফার্গো শীর্ষ দশে তাদের আগের অবস্থানই ধরে রেখেছে। নতুন করে এই দশে জায়গা করে নিয়েছে দুটি কোম্পানি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়