স্পোর্টস ডেস্ক: সামাজিকমাধ্যমে ফিলিস্তিনের পক্ষে পোস্ট দেওয়ার পর মিসরীয় ফুটবল তারকা মোহাম্মদ আল-নানির পাশে দাঁড়িয়েছেন ফুটবল ভক্ত ও নেটিজেনরা।
এই মিডফিল্ডারের পোস্ট নিয়ে তার ক্লাব আর্সেনাল একজন স্পন্সরের সঙ্গে কথা বলার পর উদ্বেগ দেখা দিয়েছে। ওই পোস্টের ব্যাপক প্রভাব নিয়ে আর্সেনালও তার সঙ্গে কথা বলেছে।-খবর স্কাই নিউজ ও মিডল ইস্ট আইয়ের
টুইটারে আল-আকসার ছবি দিয়ে আল-নানি তার পোস্টে বলেন, ‘আমার হৃদয়, আত্মা ও সমর্থন ফিলিস্তিনের জন্য।’ তার এই পোস্টের পর ইহুদিরা ক্ষোভ প্রকাশ করেছেন এবং আর্সেনালের কাছে এ নিয়ে অভিযোগ দিয়েছেন।
আর্সেনাল জানিয়েছে, ক্লাবের যে কোনো কর্মী ও আমাদের খেলোয়াড়েরা তাদের প্ল্যাটফর্মে নিজস্ব দৃষ্টিভঙ্গি তুলে ধরার অধিকার রাখেন। আমরা আল-নানির সঙ্গে এ নিয়ে কথা বলেছি, যাতে তার পোস্টের প্রভাব বুঝতে সে সক্ষম হয়।
আর্সেনালের স্পন্সর লাভাজ্জা গ্রুপ বলছে, আল-নানির মন্তব্য নিয়ে আমরা আর্সেনালের সঙ্গে যোগাযোগ করেছি। ক্লাব এমন বক্তব্যের সঙ্গে যুক্ত থাকায় আমরা উদ্বেগ প্রকাশ করেছি। পোস্টের বক্তব্য সম্পূর্ণভাবে আমাদের কোম্পানির মূল্যবোধের সঙ্গে যায় না। বর্ণবাদ ও ইহুদিবিদ্বেষের বিরুদ্ধে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
কিন্তু ফুটবল ভক্তরা প্রশ্নহীনভাবে আল-নানির পাশে দাঁড়িয়েছেন। দক্ষিণ আফ্রিকার সাবেক রাজনীতিবিদ অ্যান্ড্রু ফেইনস্টেইন বলেন, একজন আর্সেনালের ভক্ত, একজন ইহুদি, হলোকাস্ট থেকে বেঁচে যাওয়া বাবা-মায়ের সন্তান হিসেবে আমি আর্সেনালকে বলছি, আমি আল-নানির বক্তব্যে সমর্থন দিয়েছি, এবং তাকে বক্তব্য প্রকাশের সুযোগ দেওয়ায় আর্সেনালকে শ্রদ্ধা জানাচ্ছি।
মিসরীয় সাবেক ফুটবল তারকা মোহাম্মদ আবুট্রিকা বলেন, আল-নানির মতো মানুষের জন্য আমি গর্ববোধ করছি। আল্লাহ তাকে সহায়তা করবেন। সে একজন সত্যিকারের তারকা।