সাদেক আলী : [২] নির্মাতা মালেক আফসারী হাত ধরে বাংলা চলচ্চিত্রে অভিনয় জীবন শুরু করেন ময়ূরী।
[৩] তিনি অভিনয় করেছেন তিন শতাধিক চলচ্চিত্রে । তবে আলোচনার চেয়ে সমালোচনা হয়েছেন বেশি তিনি। তকমা পেয়েছেন অশ্লীন নায়িকা হিসেবে। কাটপিস আমলে ময়ূরীর চাহিদা ছিলো অনেক। ১৯৯৮ সালে ‘মৃত্যুর মুখে’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন ময়ূরী। চলচ্চিত্রে আসার আগে তার নাম ছিলো লিজা।
[৪] নির্মাতা মালেক আফসারি তার নাম পাল্টিয়ে রাখেন ময়ূরী। এর পর শুরু হয় লাইট ক্যামেরা একশন কাকের বিহীন দুনিয়া। সুস্থ ধারার সিনেমার চেয়ে তিনি বেশি অভিনয় করেন অশ্লীন সিনেমায়।