শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৫ মে, ২০২১, ০৪:০০ দুপুর
আপডেট : ১৫ মে, ২০২১, ০৪:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈদের দিন আওয়ামী লীগ নেতার ওপর প্রতি পক্ষের হামলা ও হত্যার হুমকি

মোতাহার খান: [২] পূর্ব শত্রুতার জের ধরে সোহেল রানা নামে এক আওয়ামী লীগ নেতাকে হত্যার উদ্দেশ্যে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ। শুক্রবার দুপুর ১২টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের নাইন্দাসাঙ্গুন এলাকায় এই ঘটনা ঘটে।

[৩] ভুক্তভোগী সোহেল রানা উপজেলার নাইন্দাসাঙ্গুন এলাকার মৃত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাফিজ উদ্দিনের ছেলে। সে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য ও বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা বিষয়ক উপ কমিটি সদস্য।

[৪] পরে এই ঘটনায় ৩ জনের নাম উল্লেখ করে শ্রীপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী সোহেল রানা।

[৫] অভিযুক্তরা হলেন উপজেলার নাইন্দাসাঙ্গুন এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে আজিজুল ইসলাম মিঠু(৫০)একরামুল ইসলাম লুটাস(৪৬)ও একই এলাকার মৃত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাফিজ উদ্দিনের ছেলে জহির উদ্দিন। জহির উদ্দিন সোহেল রানার আপন বড় ভাই।

[৬] অভিযোগ সুত্রে জানা যায় ,পারিবারিক শত্রুতার কারণে দীর্ঘদিন ধরেই সোহেল রানাকে হত্যার হুমকি দিয়ে আসছিল অভিযুক্তরা।সোহেলের বড় ভাই অভিযুক্ত জহির উদ্দিনে ইন্ধনে শুক্রবার দুপুর ১২ টার দিকে আজিজুল ইসলাম মিঠুর বাড়ির পাশে দেখতে পেয়ে তার উপর হামলা চালায়। এসময় সোহেলের চিৎকার শুনে লোকজন ছুটে আসলে তাকে হত্যার হুমকি দিয়ে চলে যায়।

[৭] তবে মারধরের অভিযোগ অস্বীকার করে আজিজুল ইসলাম মিঠু বলেন, আমি তাকে মারধর করিনি।আমাদের পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাক্কা-ধাক্কি হয়েছে। পরবর্তী সময়ে সোহেল আমার বাড়িতে এসে হামলা চালিয়েছে।

[৮] শ্রীপুর থানার উপপরিদর্শক এসআই প্রদীপ চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় উভয় পক্ষই থানায় অভিযোগ করেছে। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়