সালেহ্ বিপ্লব: [৩] দ্বিতীয় বারের মতো পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী হিসাবে দায়িত্ব পেয়েছেন ব্রাত্য বসু। বিজয়ের সুবাস এখনও তাজা, এরই মাঝে আরেকটি বিজয়ের খবর। নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ফিচার ফিল্ম হিসাবে ‘গৌতম বুদ্ধ’ পুরস্কার জিতেছে পরিচালক ব্রাত্য বসুর ‘ডিকশনারি’। আনন্দে উদ্বেল পরিচালক জানালেন আরেকটি সুখবর, নতুন ছবি বানাচ্ছেন, নাম হুব্বা। হিন্দুস্তান টাইমস
[৪] ডিকশনারিতে পুরোদস্তুর সম্পর্কের গল্প বলেছিলেন ব্রাত্য বসু, এবার তার ছবির প্রেক্ষাপট রাজনীতি ও সমাজব্যবস্থা। সত্য ঘটনা অবলম্বনে এই পলিটিক্যাল থ্রিলারে দেখা যাবে আন্ডারওয়ার্ল্ডের দুর্ধর্ষ ডন হুব্বা শ্যামলের জীবন। এস নিউজ
[৫] হুগলির দাউদ ইব্রাহিম নামেও পরিচিত হুব্বা শ্যামল। নব্বই দশকের শেষ দিকে তার উত্থান। হুগলি জেলার অন্ধকার জগতের একচ্ছত্র ক্ষমতা ছিলো তার হাতে। ৭০টি মোবাইল ফোন ব্যবহার করতেন। খুন, অপহরণ ও মাদক পাচারের ৩০টি মামলা ছিলো তার নামে। পুলিশের হাতে তিনবার গ্রেপ্তার হন, শেষবারও জামিনে ছাড়া পান। মালয় নিউজ
[৬] এই ডন ২০০৯ সালে লোকসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। এ নিয়ে তুমুল সমালোচনার ঝড় উঠলে মনোনয়ন প্রত্যাহার করে নেন। ২০১১ সালে তিনি আচমকা নিখোঁজ হয়ে যান। বেশ কিছুদিন পর বৈদ্যবাটির খালে হুব্বা শ্যামলের পচাগলা মরদেহ ভেসে উঠে। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু ঘটে তার। এরপর পুলিশের হাতে ধরা পড়ে তার বাহিনীর শীর্ষ সদস্যরা। তার এক নম্বর শিষ্য রমেশ মাহাতো এখন আলাদা দল করে এলাকায় রাজত্ব চালাচ্ছেন। টকিংলি নিউজ
[৭] টান টান উত্তেজনা থাকবে ছবিতে, সেটা গল্প শুনেই আঁচ করা গেছে। পরিচালক ব্রাত্য বসু বলেন, ‘এই ছবিতে আমি বিশ্বায়নের যুগে বাংলার রাজনীতির পাল্টে যাওয়ার চিত্রটাও তুলে ধরতে চাই। ক্রাইমের সঙ্গে কমেডিও থাকবে। আনন্দবাজার
[৮] ডিকশনারি ছবিতে দারুণ অভিনয় করেছেন বাংলাদেশের মোশারফ করিম। হুব্বা ছবিতে তাকেই কেন্দ্রীয় চরিত্রে নিয়েছেন ব্রাত্য বসু।