তপু সরকার হারুন: [২] সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে শেরপুরের সাতটি গ্রামে পালিত হয়েছে আগাম ইদ-উল ফিতর।
[৩] গ্রামগুলো হলো- শেরপুর সদর উপজেলার উত্তর চরখারচর ও দক্ষিণ চরখারচর, নালিতাবাড়ী উপজেলার নন্নী পশ্চিমপাড়া ও গোবিন্দনগর ছয় আনি পাড়া, নকলা উপজেলার নারায়ণখোলা ও চরকৈয়া এবং ঝিনাইগাতি উপজেলার বনগাঁও চতল।
[৪] এসব গ্রামে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ১১টার মধ্যে স্বাস্থ্যবিধি মেনে মসজিদে পবিত্র ইদ-উল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হয়।
[৫] প্রত্যেকটি জামায়াতে মুসল্লীর সংখ্যা ছিল প্রায় ৬০ থেকে ১শ জন করে। নামায শেষে পারস্পরিক কোলাকোলি না করলেও অংশ নেন প্রীতিভোজে। সম্পাদনা: নাহিদ