শিরোনাম
◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয় ◈ কত টাকার বিনিময়ে মানববন্ধনে এসেছেন তারা, এদের পরিচয় কী? আরো যা জানাগেল (ভিডিও) ◈ ঠাকুরগাঁও সীমান্তে আবারো বিএসএফের ‘পুশ ইন’, ৬ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি ◈ বি‌সি‌বি ও বি‌সি‌সিআই সর্বসম্ম‌তিক্রমে সি‌রিজ স্থ‌গিত কর‌লো, আগ‌স্টে আস‌ছে না ভারত

প্রকাশিত : ১৩ মে, ২০২১, ১১:৩৩ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২১, ১১:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদে অতিরিক্ত খেয়ে ফেললে যা করবেন

ফাতেমা আহমেদ : আগামীকাল পবিত্র ইদ। একমাস সিয়াম সাধনের পর এসেছে আনন্দের দিন। তাই মুসলিমদের ঈদকে ঘিরে আনন্দের সীমা নেই। এই দিন আনন্দের আর একটি প্রধান দিক হচ্ছে মুখরোচক সব খাওয়া-দাওয়া। ঈদে সবার ঘরেই নানা পদের সুস্বাদু খাবার তৈরি হয়। এসব খাবার সহজেই জিভে জল এনে দেয়। বাড়িয়ে দেয় খাওয়ার লোভও। মজাদার খাবার পেলে তাতে ঝাঁপিয়ে পড়ার লোভ সামলাতে পারেন না অনেকেই। দাওয়াতে হোক আর উৎসবে-পার্বণে হোক, একটু বেশি খাওয়ার চিন্তা করে অনেক বেশি খাওয়া হয়ে যায়।

অতিরিক্ত খাওয়ার পর অনেকেই শারীরিকভাবেও অসুস্থ বোধ করতে থাকেন। চলুন জেনে নেয়া যাক সুস্থতা বজায় রাখতে এবার ঈদে বেশি খেয়ে ফেললে কী করবেন। আর কী করলে এই সময়ে বেশি খেয়েও সুস্থ থাকতে পারবেন।
সকালে উঠেই লেবু আর মধু এক গ্যাস হালকা গরম পানিতে গুলে খেলে হজমের জন্য এবং মেদ কমাতে সহায়ক হবে। মিষ্টি খাবার বা চিনিযুক্ত খাবার দুই-একদিনের বেশি না খাওয়াই ভালো।

কোমল পানীয় বা চিনিযুক্ত পানীয় না খাওয়াই ভালো। এসবের বদলে ফলের চিনি ছাড়া জুস, বোরহানি, টক দই, পুদিনা লাচ্ছি, ডাবের পানি ইত্যাদি খেতে পারেন। যারা স্থূলতা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল, কিডনির সমস্যা, গেটেবাত, হৃদরোগ ইত্যাদিতে ভুগছেন, তারা অবশ্যই ডাক্তারের বা পুষ্টিবিদের পরামর্শ মতো পরিমিত মাংস এবং অন্যান্য খাবার খাবেন।

মাংস, পোলাও, বিরিয়ানি ইত্যাদি গুরুপাক খাবার যখন খাবেন, তখন খাবারের সঙ্গে প্রচুর সালাদ খাবেন। কারণ সালাদ খাবার হজমে সাহায্য করে। এছাড়া প্রতি বেলার খাবারে অবশ্যই বেশি বেশি সবজি খাবেন। টক দই, বোরহানি, চিনি ছাড়া লেবুর শরবত ইত্যাদি খাবার হজমে সহায়ক। এগুলো খাবার পর খেতে পারেন।
প্রতিবেলা মাংস না খেয়ে একবেলা হলেও মাছ খান। যেমন- রাতের খাবারে মাছ রাখতে পারেন। কারণ মাছে আছে ওমেগা-৩ ফ্যাট, যা শরীরের জন্য ভালো। একবেলা বেশি মাংস খাওয়া হয়ে গেলে অন্যবেলা সবজি, সালাদ, ফল, ডাল খেয়ে ব্যালান্স করুন। খাবার দেখেই ঝাপিয়ে না পড়ে, আস্তে আস্তে খাওয়া শুরু করুন। নিজেকে সংযত করুন এবং পরিমিত আহার করুন।

খাবার আগে পানি খেয়ে নিন অথবা দাওয়াতে যাওয়ার আগে সালাদ, ফল ইত্যাদি কম ক্যালরির সহজ পাচ্য খাবার বা পানীয় খেয়ে নিন। তাহলেও কম খাওয়া হবে। ঈদে যেহেতু গরু, খাসি মাংসের ছড়াছড়ি, তাই মাংস খাওয়ার লোভ সামলানো দায়। তবে যখন খাবেন তখন অল্প পরিমাণে খান। কেননা লাল মাংসে অনেক ফ্যাট থাকে। কোনো বেলা বেশি খেয়ে ফেললে বা দাওয়াত থাকলে অন্য বেলা রুটি, সালাদ বা স্যুপ খেয়ে ব্যালান্স করুন। সূত্র: ডেইলি বাংলাদেশ, পপসুগার, প্রিয় ডটকম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়