সাইফুল ইসলামঃ [২] মহামারী করোনা ভাইরাসের দুঃসময়ে লকডাউন থাকাকালীন সময়েও ঈদযাত্রায় বঙ্গবন্ধু সেতু দিয়ে রেকর্ড সংখ্যক যানবাহন পারাপার হয়েছে। দিন দিন টোল আদায়ের পরিমাণ বেড়েই যাচ্ছে। মঙ্গলবার (১১ মে) সকাল ৬ টা থেকে বুধবার (১২ মে) সকাল ৬ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৫১ হাজার ৯৪২ টি যানবাহন বঙ্গবন্ধু সেতু পারাপার হয়েছে। পারাপার হওয়া এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে কমপক্ষে ২ কোটি ৭৩ লাখ। যা গত ২৪ ঘণ্টার চেয়ে তুলনামূলক অনেক বেশি।
[৩] এর আগে গত ২৪ ঘণ্টায় অর্থাৎ সোমবার সকাল ৬ টা থেকে মঙ্গলবার সকাল ৬ টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুতে সেতু পারাপার হয়েছে ৪১ হাজার ৬২৫ টি যানবাহন। আর এতে টোল আদায়ের পরিমাণ ছিল ২ কোটি ৫৬ লাখ ১৮ হাজার ৫০০ টাকা। কিন্তু আবারও ২৪ ঘন্টার ব্যবধানে পূর্বের রেকর্ড ভেঙে নতুন করে সর্বোচ্চ টোল আদায়ের ঘটনা ঘটেছে।
[৪] বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতুর সাইট অফিসের সূত্রে জানা যায়, প্রতিদিনই সেতুতে টোল আদায় বাড়ছে। তবে তুলনামূলক বাসের পারাপার ছিল কম। আজ বুধবার সকাল থেকেই প্রচুর গাড়ি সেতু পার হচ্ছে।
[৫] এছাড়াও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতু থেকে টাঙ্গাইলের করটিয়া পর্যন্ত থেমে থেমে যান চলাচল করছে। এমনকি মহাসড়কের বিভিন্ন পয়েন্টে শত শত মানুষকে গাড়ির জন্য অপেক্ষা করতে দেখা গেছে। গণপরিবহন বন্ধ থাকলেও থেমে নেই পরিবারের সঙ্গে ঈদ করতে চাওয়া মানুষের যাত্রা। ভোগান্তি ও অতিরিক্ত ভাড়া সয়েই তারা ছুটছেন বাড়ির দিকে। সম্পাদনা: জেরিন আহমেদ