আফসান চৌধুরী: আমার বন্ধু মিতু ভার্মা দিল্লিবাসি, কারোলবাঘ এলাকায় থাকে। বিশাল যৌথ পরিবার, একেক বেলা ৩০-৩৫ জন খেতে বসে। বেশ কয়েকটি পরিবার থাকে এক বাড়িতে কিন্তু খাবার ঘর একটাই। তাদের বাড়ির ওপর টিভিতে প্রোগ্রাম পর্যন্ত হয়েছে। [২] কয়েকবার চেষ্টা করেও খবর পায়নি, দুশ্চিন্তায় ছিলাম, টেলিফোন পেলাম। কথা বলতে গিয়ে ও কাশছে।
‘আমি এখন নেগেটিভ আফসানদা, কিন্তু বেশ খারাপ ছিলো। বাড়ির কয়েকজন অসুস্থ, আমার এক চাচা আর চাচী মারা গেছে।’ কিন্তু সেই পরিবারের লোক এসে যাওয়াতে আর কথা হলো না। [৩] যা এতো ডিপ্লোমেটিক কথামালা পারে না তাই পারে দুর্যোগ, সবাই এক। দিল্লির চেহারা দেখে মন দমে যায়, জানি না আমাদের কী হবে। সময় তো পাওয়া গেছে সামলাবার কিন্তু কী প্রস্তুতি কে জানে? ফেসবুক থেকে