শিরোনাম
◈ ঢাকা–করাচি রুটে সপ্তাহে তিনটি সরাসরি ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে বিমান বাংলাদেশ ◈ ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা, আসছে তীব্র শৈত্যপ্রবাহের পূর্বাভাস ◈ জমি রেজিস্ট্রেশনে স্বচ্ছতা আনতে নতুন নিয়ম: ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর ◈ বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব তুলে ধরলো সরকার (ভিডিও) ◈ জয় ও পলকের বিরুদ্ধে আনা তিন অভিযোগে যা আছে ◈ প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ স্থগিত, রোববার থেকে বার্ষিক পরীক্ষা ◈ উত্তরার সাত থানায় নতুন ওসি নিয়োগ: নির্বাচনকে সামনে রেখে বড় রদবদল ◈ লন্ডন থেকে রওনা হচ্ছেন জোবাইদা রহমান, ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছাতে 'বিলম্ব হবে' ◈ যুক্তরাজ্যের বহু বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি–পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি স্থগিত, ভর্তিতে বিধিনিষেধ দিয়েছে যারা ◈ দেশে এলো তারেক রহমানের ‘বিশেষ সুবিধাসম্পন্ন’ ২ কোটি ৭৬ লাখ টাকার গাড়ি!

প্রকাশিত : ১১ মে, ২০২১, ০৬:২৩ বিকাল
আপডেট : ১১ মে, ২০২১, ০৬:২৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভার্চুয়াল কারেন্সি ব্যবহার করে অনলাইনে জুয়া, গ্রেপ্তার ৪

মাসুদ আলম: [২] গ্রেপ্তারকৃতরা হলেন- শাহিনুর রহমান, দীপ্ত রায় প্রান্ত, মো. গোলাম মোস্তফা ও মো. রাকিবুল হাসান। গ্রেপ্তারকৃতরা বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থী। সোমবার রাতে রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। তাদের কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত ল্যাপটপসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

[৩] সিটিটিসি জানায়, দেশি-বিদেশি প্রতারক চক্র বিভিন্ন প্রকার ভার্চুয়াল কারেন্সি এবং পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে অনলাইন জুয়া পরিচালনা করে আসছিলো। শাহিনুর ক্যাসিনো প্লাটফর্মের বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন জুয়া পরিচালনা করে। এছাড়া অর্থ লেনদেন করে। সে পেমেন্ট গেটওয়ে মেলবেট ও লাইনবেটের সরাসরি এজেন্ট। আর দীপ্ত রায়, মোস্তফা ও রাকিবুল মোভক্যাশের মাধ্যমে অনলাইন জুয়া পরিচালনা করে।

[৪] গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে জানায়, গ্রেপ্তারকৃতরা অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে অবৈধ জুয়া পরিচালনার ভার্চুয়াল কারেন্সি আদান-প্রদান এবং ডিপোজিট-এনক্যাশ করতেন। তারা দেশ-বিদেশের বিভিন্ন এজেন্টের কাছ থেকে কারেন্সি সংগ্রহ করে দেশব্যাপী অনলাইন জুয়াড়িদের সরবরাহ করতেন। তারা গ্রাহকদের সঙ্গে এই কারেন্সি বিক্রি এবং এনক্যাশের জন্য জয়পুরহাটের আক্কেলপুর, টাংগাইল এবং ঢাকাসহ বিভিন্ন এলাকার বিকাশ, নগদ ও রকেট এজেন্ট নম্বর ব্যবহার করতেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়