মাসুদ আলম : [২] র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) আ ন ম ইমরান খান বলেন, রোববার রাতে র্যাব-৪ এর একটি দল আশুলিয়ার শ্রীখন্ডিয়া পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিলসহ মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। এ সময় আতোয়ার হোসেন (৪২) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
[৩] তিনি বলেন, আতোয়ার দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারের ভেতরে লুকিয়ে রেখে রজাধানীর বিভিন্ন এলাকায় ডিলার ও খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করে আসছিলেন।