মহিউদ্দিন ফারুকী: পদ্মা সেতু চালু হলে, এ দৃশ্য আর অবলোকন করার সুযোগ হয়তোবা হবে না। বাংলাদেশের ইতিহাসে এ চিত্র ইতিহাস হয়ে রইলো। ঈদের আনন্দ উপভোগের আকাংখায়, একান্ত আপনজনের সাথে দেখা করার এ আকুতি, যাত্রাপথের কষ্ট, বাধাবিপত্তি উপেক্ষার, দুর্বিষহ যন্ত্রণাময় বিড়ম্বনার এক নির্মম কাহিনী।
ছুটে চলেছে আপন জনের টানে। মরার উপরে খারার ঘা হয়ে, মানষিক যন্ত্রণার আঘাত হয়ে হানা দিল, ফেরী চলাচল বন্ধের খবর। ফেরি বন্ধ হোক, তবুও তাদের পৌছতে হবে, একটা না একটা উপায় হবেই। ঈদের আনন্দ উপভোগে আপন ঠিকানায়।