শিরোনাম
◈ গুলিস্তানে একাধিক ককটেল বিস্ফোরণ ◈ বাংলাদেশ ব্যাংকের ‘নিখোঁজ’ কর্মকর্তাকে মাদারীপুর থেকে উদ্ধার ◈ তৈরি পোশাক রপ্তানিতে টানা পতন: তিন মাসে ক্ষতি শত কোটি ডলার ◈ দেশের রিজার্ভ কত, জানাল কেন্দ্রীয় ব্যাংক ◈ গাজীপুরে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তের আগুন ◈ তিতাস গ্যাস ফিল্ডে ওয়েলহেড কম্প্রেসর স্থাপন, জাতীয় গ্রিডে বাড়ল ২২ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ দিল্লিতে গাড়ি বিস্ফোরণে হতাহত, ভারতের পাশে থাকার বার্তা বাংলাদেশের ◈ প্রবাসীদের বড় সুখবর দিল ওমান সরকার ◈ জেদ্দায় স্বাক্ষরিত বাংলাদেশ–সৌদি হজ চুক্তি: ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারণ ◈ ৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ

প্রকাশিত : ১০ মে, ২০২১, ১১:১৫ দুপুর
আপডেট : ১০ মে, ২০২১, ১১:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টোকিও অলিম্পিক বন্ধ করে কোভিড আক্রান্তদের আর্থিক সহায়তার দাবিতে মাঠে নেমেছে জাপানিরা

স্পোর্টস ডেস্ক : [২] টোকিও অলিম্পিক বন্ধে ভিন্ন মাত্রা যোগ করলো জাপানিরা। টোকিও ন্যাশনাল স্টেডিয়ামের পাশে ১০০ জাপানি হাতে প্ল্যাকার্ড নিয়ে আন্দোলন করেছে। তাদের দাবি অলিম্পিক নয়, করোনায় ক্ষতিগ্রস্ত ও ক্ষুধার্ত মানুষের পিছনে অলিম্পিক আয়োজনের টাকা খরচ করা হোক।

[৩] এতদিন বার বার মুখে বুলি আওড়িয়ে লাভ হয়নি। অলিম্পিক বন্ধ করতে অবশেষে মাঠে নেমেছে জাপানিরা। পৃথিবীর বর্তমান যে অবস্থা, প্রতিদিন মৃত্যুর নতুন নতুন রেকর্ড হচ্ছে। সেখানে কোনো খেলা নয়। জীবন বাঁচানোই অত্যাবশ্যক। হাতে উঠেছে প্ল্যাকার্ড। একজন দুজন নয়, ১০০ জন জাপানি আন্দোলনে যোগ দিয়েছে টোকিওর ন্যাশনাল স্টেডিয়ামের পাশে।

[৪] জাপানে এখন পর্যন্ত করোনায় মারা গেছে ১১ হাজার মানুষ। এটা অন্যান্য দেশের তুলনায় কম। তবে সুর্যোদয়ের দেশটিতে আবারো বেড়েছে করোনা। সেজন্য ১১ মে থেকে ৩০ মে পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে দেশটির সরকার। এরপরও অলিম্পিক আয়োজনের সিদ্ধান্ত অনুচিত বলে মনে করেন জাপানিরা।

[৫] মাঠে নামা এক জাপানি বলেন, আমি খুব বিস্মিত। মৃত্যুর মিছিলের মধ্যেও জাপান সরকার অলিম্পিক আয়োজন করছে এবং তারা সিদ্ধান্তে অটল। এটা মোটেও ভালো কোনো ফল বয়ে আনবে না।

[৬] জাপানের আরেক নাগরিক বলেন, আমরা খেলা নিয়ে পরে আছি। খেলা আয়োজনে কাড়ি কাড়ি অর্থ ঢালছি। কিন্তু জাপানের কতো মানুষ করোনায় চাকরি হারাচ্ছি। না খেয়ে ঘরে আছে। অনেকে তো বাড়িও হারিয়েছে। সেগুলো না দেখে আমরা খেলা নিয়ে মেতে আছি? এই টাকাগুলো দুঃস্থ ও অনাহারি মানুষদের দিলে তারা বেঁচে থাকতে পারতো।

[৭] দিন যত গড়িয়ে আসছে আয়োজকরা তত আস্থা দিচ্ছেন। ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স এর সভাপতি সেবাস্তিয়ান কোয়ে জানান, করোনামুক্ত পরিবেশেই হবে ২৬ জুলাই থেকে টোকিও অলিম্পিক গেমস । - দ্য ইওমোরি/ সময়টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়