ওয়ালিউল্লাহ সিরাজ: [২] আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি স্কুলের পাশে গাড়ি বোমা বিস্ফোরণে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও প্রায় শতাধিক। বিবিসি
[৩] শনিবার কাবুলের শিয়া মুসলিম অধ্যুষিত দাশতে বারচি এলাকায় হামলার ঘটনাটি ঘটে। এলাকাটি কাবুলের পশ্চিম দিকে অবস্থিত।রয়টার্স
[৪] আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারেক আরিয়ান জানান, বোমা বিস্ফোরণে নিহতদের বেশিরভাগই সাইয়েদ উল শুহাদা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। ওই বিদ্যালয়ে তিন শিফটে শিক্ষার্থীরা ক্লাস করে। এর মধ্যে দ্বিতীয় শিফটে পড়ে মেয়েরা। হামলাটি তখন হওয়ায় আহত ও নিহতদের বেশিরভাগই মেয়ে শিক্ষার্থী।
[৫] তিনি আরও জানান, আহতদের অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে। হামলার এই ঘটনার জন্য আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি তালেবানকে দায়ী করেছেন, তবে তালেবান বিষয়টি অস্বীকার করেছে। আফগানিস্তান থেকে এখন মার্কিন সেনা প্রত্যাহার করা হচ্ছে, এই সময় বোমা হামলার ঘটনা ঘটল।