রাজু চৌধুরী: [২] চট্টগ্রাম বন্দর থানাধীন গোসাইলডাঙ্গা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ছিনতাইকারী চক্রের সদস্য ২ সদস্যকে আটক করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা(বন্দর) বিভাগ।
[৩] রোববার (৯ মে) নগর ডিবি (বন্দর) বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক ডিবি (বন্দর) মোহাম্মদ আলমগীরের নেতৃত্বে ১৭ নং টিম শনিবার রাতে ২টি টিপ ছোরাসহ তাদের গ্রেপ্তার করেন।
[৪] গ্রেপ্তারকৃতরা হলেন- মেহেরাব হাসান সৌরভ (১৯) এবং মোঃ রোহান মির্জা প্রকাশ ভোলা দ্বয়কে (২০)।
[৫] এ ব্যাপারে পরিদর্শক মোঃ আলমগীর বলেন, প্রতিবছর ঈদ আসলে ছিনতাইকারী ও বিভিন্ন অপরাধীরা বেপরোয়া হয়ে ওঠে। তাছাড়া এখন করোনা ভাইরাসের কারণে এবং সরকারি বিধি নিষেধের কারণে নগরের বিভিন্ন জায়গায় জনসাধারণ চলাচল কম। আর নির্জন জায়গায় ওৎ পেতে থাকে ছিনতাইকারী ও ডাকাত চক্র, তাই গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ ফারুক উল হক, পিপিএম এর সার্বিক দিক নির্দেশনায়, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) এ.এ.এম হুমায়ুন কবীর এবং সহকারী পুলিশ কমিশনার(ডিবি-বন্দর) মোঃ ইয়াসির আরাফাতের তত্ত্বাবধানে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
[৬] তিনি আরও বলেন, আটককৃতরা এলাকার চিহ্নিত ছিনতাইকারী চক্রের সদস্য। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বন্দর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। সম্পাদনা: হ্যাপি