শিরোনাম
◈ স্যর ক্রিকে ভারতের যুদ্ধমহড়া,শঙ্কিত পাকিস্তান বিমান চলাচলে নিষেধাজ্ঞা দি‌লো, পাল্টা সেনা সমাবেশের ঘোষণা ◈ আজ রা‌তে বা‌র্সেলোনা - রিয়া‌ল ম‌া‌দ্রিদ মু‌খোমু‌খি  ◈ ২৫ লাখ কোটি টাকার ঋণে ডুবে পাকিস্তান সরকার দিশাহারা, গত অর্থবছ‌রের তুলনায় আরও বাড়ল ইসলামাবাদের ধার ◈ ইং‌লিশ লি‌গে টানা চতুর্থ পরাজয় লিভারপু‌লের, চেলসিকে হারিয়ে সান্ডারল্যান্ডের চমক ◈ মালয়েশিয়ায় পৌঁছেই নাচে মেতে উঠলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ◈ পি‌সি‌বির অদ্ভুত কাণ্ড, টেস্ট দ‌লের বর্তমান অধিনায়ককে বানিয়ে দেওয়া হলো বোর্ড কর্তা ◈ আরপিও শর্তে বিপাকে ছোট দল, ভোট করতে হবে নিজ দলের প্রতীকে ◈ বিজ্ঞাপনে ক্ষুব্ধ ট্রাম্প: কানাডার পণ্যে আরও ১০ শতাংশ শুল্ক বাড়ালো যুক্তরাষ্ট্র ◈ বান্দরবানে রাতের আঁধারে পাহাড় কেটে মাটি বিক্রির অভিযোগে যুবক গ্রেফতার ◈ মার্কিন শুল্কচাপে চীনা বিনিয়োগের নতুন গন্তব্য বাংলাদেশ

প্রকাশিত : ০৯ মে, ২০২১, ০৪:৫২ দুপুর
আপডেট : ০৯ মে, ২০২১, ০৪:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোপালগঞ্জের কৃষকের বাড়ীতে সন্ত্রাসীদের হামলা ও লুটপাট

আসাদুজ্জামান বাবুল: [২] জেলার মুকসুদপুরের দিগনগর ইউনিয়নের ভাজনদি গ্রামের সন্ত্রাস জগতের কথিত সম্রাট আলী মিয়া ও তার বাহিনীর লোকজন একই গ্রামের নুরআলম নামে একজন কৃষকের বাড়ীতে হামলা চালিয়ে ব্যপক ভাংচুর, অগ্নিসংযোগসহ তার বাড়ীর মালামাল লুটপাট করে নিয়েছে।

[৩] ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন এ ব্যপারে প্রথমে মুকসুদপুর থানায় একটি লিখিত অভিযোগ করে কোন ফলাফল না পেয়ে আদালতে একটি মামলা দায়ের করেছে।

[৪] রোববার দুপুরের দিকে মামলার বাদী নুরজাহান বেগম তার ৩০ বছর বয়সের ছেলে নুরআলম ও প্রতিবেশী খায়রুননেচ্ছাকে সঙ্গেঁ নিয়ে গোপালগঞ্জে সাংবাদিকদের অফিসে উপস্থিত হয়ে আলী মিয়া শেখ ও তার বাহিনীর লোকজনের অত্যাচারের বিস্তারিত খুলে বলেন।

[৫] তারা বলেন, আমাদের বাড়ীর পাশে সরকারী জায়গায় পল্লিবিদ্যুতের একটি খুটি রয়েছে। খুটিটি সরকারী জায়গা থেকে সরিয়ে আমাদের জায়গায় পুততে বলে আলী মিয়া শেখ। এতে রাজী না হওয়ায় আলী মিয়া তার দলবল নিয়ে আমাদের বসত বাড়ীতে হামলা চালিয়ে ব্যপক ভাংচুর ও অগ্নিসংযোগ করে এবং বাড়ীর সকল মালামাল লুটপাট করে নেয়। বাধা দিতে গেলে আলী মিয়ার নির্দেশে তার লোকজন আমাদের মারপিট করে আহত করে।

[৬] এ ব্যপারে ঘটনার বিস্তারিত জানিয়ে মুকসুদপুর থানায় একটি লিখিত অভিযোগ করে কোনও ফলাফল না পেয়ে ঘটনার মুল হোতা এলাকার সন্ত্রাসীদের গডফাদার আলী মিয়াসহ ৩২ জনকে আসামি করে গোপালগঞ্জ জুডিশিয়াল আদালতে একটি মামলা দায়ের করেছি।

[৭] ঘটনার সাথে জড়িতদের নামে মামলা করায় আসামিরা আমাদের প্রানণ মেরে ফেলার হুমকি দিচ্ছে। এ ব্যপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়