শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ০৯ মে, ২০২১, ০৪:৫২ দুপুর
আপডেট : ০৯ মে, ২০২১, ০৪:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোপালগঞ্জের কৃষকের বাড়ীতে সন্ত্রাসীদের হামলা ও লুটপাট

আসাদুজ্জামান বাবুল: [২] জেলার মুকসুদপুরের দিগনগর ইউনিয়নের ভাজনদি গ্রামের সন্ত্রাস জগতের কথিত সম্রাট আলী মিয়া ও তার বাহিনীর লোকজন একই গ্রামের নুরআলম নামে একজন কৃষকের বাড়ীতে হামলা চালিয়ে ব্যপক ভাংচুর, অগ্নিসংযোগসহ তার বাড়ীর মালামাল লুটপাট করে নিয়েছে।

[৩] ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন এ ব্যপারে প্রথমে মুকসুদপুর থানায় একটি লিখিত অভিযোগ করে কোন ফলাফল না পেয়ে আদালতে একটি মামলা দায়ের করেছে।

[৪] রোববার দুপুরের দিকে মামলার বাদী নুরজাহান বেগম তার ৩০ বছর বয়সের ছেলে নুরআলম ও প্রতিবেশী খায়রুননেচ্ছাকে সঙ্গেঁ নিয়ে গোপালগঞ্জে সাংবাদিকদের অফিসে উপস্থিত হয়ে আলী মিয়া শেখ ও তার বাহিনীর লোকজনের অত্যাচারের বিস্তারিত খুলে বলেন।

[৫] তারা বলেন, আমাদের বাড়ীর পাশে সরকারী জায়গায় পল্লিবিদ্যুতের একটি খুটি রয়েছে। খুটিটি সরকারী জায়গা থেকে সরিয়ে আমাদের জায়গায় পুততে বলে আলী মিয়া শেখ। এতে রাজী না হওয়ায় আলী মিয়া তার দলবল নিয়ে আমাদের বসত বাড়ীতে হামলা চালিয়ে ব্যপক ভাংচুর ও অগ্নিসংযোগ করে এবং বাড়ীর সকল মালামাল লুটপাট করে নেয়। বাধা দিতে গেলে আলী মিয়ার নির্দেশে তার লোকজন আমাদের মারপিট করে আহত করে।

[৬] এ ব্যপারে ঘটনার বিস্তারিত জানিয়ে মুকসুদপুর থানায় একটি লিখিত অভিযোগ করে কোনও ফলাফল না পেয়ে ঘটনার মুল হোতা এলাকার সন্ত্রাসীদের গডফাদার আলী মিয়াসহ ৩২ জনকে আসামি করে গোপালগঞ্জ জুডিশিয়াল আদালতে একটি মামলা দায়ের করেছি।

[৭] ঘটনার সাথে জড়িতদের নামে মামলা করায় আসামিরা আমাদের প্রানণ মেরে ফেলার হুমকি দিচ্ছে। এ ব্যপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়