শিরোনাম
◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল ◈ তত্ত্বাবধায়ক সরকার প্রধানের বিষয়ে যা জানালেন শিশির মনির

প্রকাশিত : ০৯ মে, ২০২১, ০৩:১২ দুপুর
আপডেট : ০৯ মে, ২০২১, ০৩:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দৌলতদিয়া পাটুরিয়া নৌরুট বিজিবি টহল সত্ত্বেও মাধবীলতা ফেরিতে উপচে পড়া ভীড়

কামাল হোসেন:[২] বিজিবি মোতায়েনের পরও রোববার (৯ মে) দীর্ঘ ৫ঘন্টা পর সকাল ১১টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের পাটুরিয়া থেকে ছেড়ে আসা ইউটিলিটি ফেরি মাধবীলতা শতশত যাত্রী, মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি, পণ্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্স নিয়ে দৌলতদিয়া ঘাটে এসে ভিড়ে।

[৩] এদিকে শুক্র ও শনিবার দৌলতদিয়া ঘাটে ঈদে ঘরমুখো মানুষের চাপ থাকায় রোববার সকাল থেকেই ঘরমুখো মানুষকে ঠেকাতে জেলাপুলিশ কঠোর অবস্থান গ্রহন করেন। এসময় ঘাট এলাকায় তেমন কোন যাত্রী ও যানবাহনের চাপ দেখা যায়নি।

[৪] সরেজমিন দৌলতদিয়া ঘাটে দেখা যায়, ঘাটে তেমন কোন যাত্রী ও গাড়ী নেই। জরুরী পরিষেবায় অ্যাম্বুলেন্সসহ জরুরী যানবাহন পারাপারে শুধুমাত্র দুটি ফেরি সচল রেখেছে ঘাট কর্তৃপক্ষ। ফেরিগুলো ঘাটেই নোঙর করে রাখা হয়েছে। যদিও দুয়েকজন যাত্রী ও মোটরসাইকেল আসছে বিশেষ কারণ ছাড়া তাদেরকেও ফিরিয়ে দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।অন্যদিকে, ঢাকা-খুলনা মহাসড়কে দেখা মেলেনি কোন যানবাহন। স্থানীয় কিছু ছোট গাড়ী ছাড়া আর কোন গাড়ী নেই মহাসড়কে। একেবারেই ফাঁকা এই মহাসড়কটি।

[৫] বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের সহকারি মহাব্যবস্থাপক ফিরোজ শেখ বলেন, দিনে ফেরি বন্ধ। শুধু জরুরী পরিষেবায় বহরের ১৬টি ফেরির মধ্যে ২টি দিয়ে কিছু যানবাহন পারাপার করা হচ্ছে। তাও অ্যাম্বুলেন্স ও রোগী ছাড়া ফেরিতে উঠতে পারবেনা। তবে রাতে পণ্যবাহী পরিবহন পারাপারের জন্য সবগুলো ফেরি সচল রাখা হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়