শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ০৮ মে, ২০২১, ০৭:৫৭ বিকাল
আপডেট : ০৮ মে, ২০২১, ০৭:৫৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রডকাস্টিং ক্রু সংকটে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ সম্প্রচার নিয়ে বিপাকে বিসিবি

রাহুল রাজ: [২] শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু ২৩ মে। সেই সিরিজের সম্প্রচার সত্ত্বের জন্য ৪ মে টেন্ডার আহ্বান করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেটির মেয়াদ শেষ হচ্ছে ১২ মে। এখন পর্যন্ত কেউ পায়নি শ্রীলঙ্কা সিরিজের সম্প্রচার সত্ত্ব। তার চেয়েও বড় সমস্যা লুকিয়ে আছে সম্প্রচারের ক্ষেত্রে।

[৩] সাধারণত বাংলাদেশের খেলা সম্প্রচারের ক্ষেত্রে যে ব্রডকাস্টিং ক্রু কাজ করে, তারা আসেন ভারত থেকে। করোনাভাইরাস পরিস্থিতিতে সরকারি নির্দেশনা অনুযায়ী ভারত থেকে আগত যে কাউকে থাকতে হবে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে।

[৪] এমন অবস্থায় সম্প্রচার কীভাবে হবে, এমন প্রশ্নের জবাবে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানান, ভারত থেকে আনা না গেলে বিশ্বের অন্যান্য দেশ থেকে ব্রডকাস্টিং ক্রু আনার চেষ্টা করবেন তারা। ভারতীয় ক্রু আনা অবশ্যই একটা চ্যালেঞ্জ। এই ক্ষেত্রে সরকারের নির্দিষ্ট প্রটোকল আছে। চেষ্টা করছি এই প্রটোকলের মধ্যে দিয়ে যদি কোনো ক্রু আসার দরকার হয় সেক্ষেত্রে তাদের আনা যায় কি না। এছাড়া অন্য অপশনগুলোও চেষ্টা করছি। এছাড়াও তিনি জানান, শ্রীলঙ্কা সিরিজ পেছানোর কোনো সম্ভাবনা নেই। প্রধান নির্বাহী বলেন, সিরিজের সময়সূচি পরিবর্তন বা এ ধরনের কোনো সম্ভাবনা এখন দেখছি না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়