শিরোনাম

প্রকাশিত : ০৮ মে, ২০২১, ০৩:৪২ দুপুর
আপডেট : ০৮ মে, ২০২১, ০৪:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে দেশে আরও ৪৫ জনের মৃত্যু, শনাক্ত ১২৮৫, সুস্থ ২৪৯২

শাহীন খন্দকার, মহসীন কবির: [২] শনিবার (৮ মে) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত কোভিড বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

[৩] গত ২৪ ঘণ্টায় সারাদেশ থেকে ৪১২টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৩২৪ জনের। এখন পর্যন্ত ৫৪ লাখ ৯৫ হাজার ৭৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। মোট শনাক্ত ৭ লাখ ৭২ হাজার ১২৭ জন। মোট মারা গেছেন ১১৮৭৮ জন।

[৪] এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৬ হাজার ৮৩৩ জন। ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ২৬ জন পুরুষ, ১৯ জন নারী। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৮ দশমিক ৭৪ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৬ লাখ ১৩ হাজার ৯৭৯টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৭৫ শতাংশ।

[৫] সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪৫ জনের মধ্যে ঢাকা বিভাগেরই ২১ জন। এছাড়া চট্টগ্রামে ১৩, রাজশাহীতে ১, খুলনায় ৩, বরিশাল ২, সিলেটে ২ এবং ময়মনসিংহে ১ জন মারা গেছেন।

[৬] স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়