শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ০৮ মে, ২০২১, ০৩:১৪ দুপুর
আপডেট : ০৮ মে, ২০২১, ০৩:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাওরে বাদামের বাম্পার ফলনের সম্ভাবনা

ডেস্ক রিপোর্ট: নেত্রকোণার খালিয়াজুরী হাওরে ধানের পাশাপাশি বাদাম চাষে ঝুঁকছে কৃষক। অনুকুল আবহাওয়া থাকায় চলতি মৌসুমে বাদামের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। স্বল্প খরচে অর্থনৈতিকভাবে লাভজনক এই তৈলজাত ফসল চাষে মনোযোগী হয়েছেন হাওরপাড়ের কৃষক। প্রতিদিনের সংবাদ

জগনাথপুর গ্রামের বাদাম চাষি আফসার আলী জানান, স্থানীয় উন্নতজাতের বাদাম এবং বারী ৬ জাতের বাদামের ফলন অনেক বেশি এবং রোগ বালাইয়ের প্রকোপ তুলনামুলকভাবে কম। চলতি রবি মৌসুমে তিনি বারী ৬ জাতের বাদাম এবং স্থানীয় উন্নতজাতের চীনা বাদাম চাষ করেছেন।

উন্নত প্রযুক্তি এবং উপজেলা কৃষি বিভাগের নিয়মিত পরামর্শের কারণে মাঠে ফসলের অবস্থা খুবই ভালো এবং বাম্পার ফলন প্রত্যাশা করছেন তিনি। ইতোমধ্যে দেশি জাতের বাদাম তুলতে শুরু করেছেন স্থানীয় কৃষকরা। আশানুরুপ ফলন হয়েছে বলে জানান, কৃষাণি ইয়াসমিন।

জেলা কৃষি সম্প্রসরণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ হাবিবুর রহমান জানান, মুজিববর্ষ উপলক্ষে এই করোনাকালীন সময়ে দেশকে খাদ্যে সয়ং সম্পূর্ণ রাখতে নিত্যনতুন সব প্রযুক্তি নিয়ে হাওরাঞ্চলে চাষাবাদ ব্যবস্থার উন্নয়নে কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে।

জেলার অন্যান্য উপজেলার চেয়ে খালিয়াজুরী উপজেলা এবার বাদাম চাষে প্রায় শীর্ষ স্থান দখল করে নিয়েছে। চলতি রবি মৌসুমে খালিয়াজুরীর হাওরাঞ্চলে ২৫০ হেক্টর জমিতে বাদাম চাষ হয়েছে এবং কাঙ্খিত উৎপাদনে সক্ষম বলে তিনি আশা প্রকাশ করেন।

বিগত বছরে বাদামের ভালো ফলন ও আশানুরুপ দাম পাওয়ায় এলাকার চাষিরা অন্যান্য ফসলের পাশপাশি বাদাম চাষের দিকে মনোযোগী হচ্ছে। ফলন ও ভালো দাম পেলে চাষীদের আগ্রহ আরোও বৃদ্ধি পাবে এমনটাই আশা করছেন স্থানীয় কৃষি বিভাগ।

ভরা মৌসুমে কোন প্রাকৃতিক দূর্যোগ দেখা দিলে অন্যান্য ফসলের যেমন ক্ষতি হয় বাদামের তেমন একটা ক্ষতি হয়না। প্রতি হেক্টর জমিতে প্রায় আড়াই টন বাদাম উৎপাদন হয়। খালিয়াজুরীর হাওরাঞ্চলের মিষ্টি কুমড়া, আলু, পিঁয়াজ, রসুন, সূর্যমুখি, গম, ভুট্টাসহ বিভিন্ন জাতের সবজির চাষের পাশাপাশি বাদাম চাষের উজ্জল সম্ভাবনা তৈরি হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়