শিরোনাম
◈ হায়দার আকবর খান রনো মারা গেছেন ◈ ডোনাল্ড লু’র ছয়দিনের সফর শুরু, ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ আসছেন ১৪ মে ◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে: ওবায়দুল কাদের ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৮ মে, ২০২১, ০৯:৫২ সকাল
আপডেট : ০৮ মে, ২০২১, ০৯:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিরোপা লড়াইয়ে এগিয়ে যাওয়ার ম্যাচে আজ বার্সেলোনা ও অ্যাতলেটিকো মাদ্রিদ মুখোমুখি

স্পোর্টস ডেস্ক : [২] নাটকীয়তায় ভরে উঠছে স্প্যানিশ লা লিগা ফুটবল প্রতিযোগিতা। দুই শক্ত প্রতিপক্ষ বার্সেলোনা ও অ্যাতলেটিকো মাদ্রিদ আজ পরস্পরের লড়াইয়ে নামছে। রক্ষণ জমাট রেখে পাল্টা আক্রমণে প্রতিপক্ষকে কাঁপিয়ে দেওয়া-বরাবরই এই কৌশল খেলে থাকে আতলেটিকো মাদ্রিদ। চলতি মৌসুমে সেই পথে হেঁটেই ধারাবাহিকভাবে সাফল্য পাচ্ছে দলটি। তারপরও প্রতিপক্ষ যখন বার্সেলোনা, যাদের মাঠে অভিজ্ঞতা মোটেও সুখকর নয়, শিরোপা লড়াইয়ে মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে কী আলাদা কোনো ছক কষছেন দিয়েগো সিমেওনে?

[৩] ক্যাম্প ন্যুয়ে শনিবার (৮মে) বাংলাদেশ সময় রাত সোয়া আটটায় মুখোমুখি হবে দল দুটি। জয়ী দলের উজ্জ্বল হবে শিরোপার সম্ভাবনা। ৩৪ রাউন্ড শেষে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আতলেতিকো। ৭৪ পয়েন্ট নিয়ে তিনে বার্সেলোনা। তাদের সমান পয়েন্ট নিয়ে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। রোববার তাদের প্রতিপক্ষ ৭০ পয়েন্ট নিয়ে চারে থাকা সেভিয়া। এই দুই ম্যাচের ফল শিরোপা নির্ধারণে রাখতে পারে বড় ভূমিকা।

[৪] খুব গুরুত্বপূর্ণ এই রাউন্ডে মাঠে নামার আগের দিন শুক্রবার (৭মে) সংবাদ সম্মেলনে সিমেওনে বললেন, দল গঠনের সাধারণ নিয়মে পরিবর্তন আনার পরিকল্পনা তার নেই। মৌসুম জুড়েই আমরা পরিষ্কার একটা পরিকল্পনা নিয়ে খেলছি। কখনও কখনও এটা দারুণ কাজে দিচ্ছে, আবার কখনও না। আমরা খুব বেশি পরিবর্তন আনি না। এখন পর্যন্ত আমরা যেভাবে খেলেছি তার ভালো দিকগুলো কাজে লাগানোর চেষ্টা করবো।

[৫] গত জানুয়ারিতে সিমেওনের দলের চেয়ে ১৩ পয়েন্টে পিছিয়ে ছিল বার্সেলোনা। দলটির কোচ রোনাল্ড কুমান তখন লিগের আশা ছেড়েই দিয়েছিলেন। - গোল ডটকম/ মার্কা

  • সর্বশেষ
  • জনপ্রিয়