শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ০৭ মে, ২০২১, ০৭:৩১ বিকাল
আপডেট : ০৭ মে, ২০২১, ০৭:৩১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে করোনায় আরও ৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১০৮

দিদারুল আলম: [২] চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৮৬ জনের নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন ১০৮ জন; নতুন শনাক্তদের মধ্যে ৮৬ জন নগরের ও ২২ জন উপজেলার বাসিন্দা।

[৩] শুক্রবার (৭ মে) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ৫০ হাজার ৮৮৩ জনের মধ্যে ৪০ হাজার ৭৫৫ জন নগরের ও ১০ হাজার ১২৮ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

[৪] এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরে ৩ জন করোনায় মারা গেছেন। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৫৫২ জন; এর মধ্যে ৪০৯ জন নগরের ও ১৪৩ জন উপজেলার বাসিন্দা।

[৫] সিভিল সার্জন জানান, বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৫০ জনের নমুনা পরীক্ষা করে ৩৪ জনের ও ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৩৫৮ জনের নমুনা পরীক্ষায় ১৭ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

[৬] চট্টগ্রাম মেডিকেল কলেজে ২৮ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের ও সিভাসুতে ১২৮ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের করোনা পাওয়া গেছে। কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের ২১ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা মিলেনি।

[৭] ইমপেরিয়াল হাসপাতালে ৭১ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের, শেভরণে ২৭১ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের ও আগ্রাবাদের মা ও শিশু হাসপাতালে ২৩ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে।

[৮] আরটিআরএলে ৩৫ জনের নমুনা পরীক্ষা করে ১২ জনের করোনা ধরা পড়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়