আসিফুজ্জামান পৃথিল: [২] শ্যাতু পেত্রুস ২০০০ এর বোতলটি পরীক্ষার অংশ হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হয়েছিলো। বিজ্ঞানীরা দেখতে চেয়েছিলেন, মহাকাশে ওয়াইন বা মদের উপরে কি প্রভাব পড়ে। নিলামঘর ক্রিস্টিস এক বিবৃতিতে বলেছেন, তারা বোতলটি সরাসরি বিক্রি করতে চান, নিলাম চান না। এই অর্থ ভবিষ্যতের মহাকাশ মিশনে খরচ করা হবে। সিএনএন
[৩] ক্রিস্টিস এর ওয়াইন ও স্পিরিট বিষয়ক আন্তর্জাতিক পরিচালকটিম ট্রিপট্রি সিএনএনকে জানিয়েছেন, তার আশা এই বেতলটি কমপক্ষে ১০ লাখ ডলারে বিক্রি হবে। তিনি বলেন, ‘আমাদের হাতে প্রচুর পরিমাণ মদ আছে। কিন্তু এটির ব্যাপার আলাদা।’
[৪] এই বোতলটিকে একটি কাস্টম মেড ট্রাঙ্কে করে ক্রেতার হাতে তুলে দেওয়া হবে। এছাড়াও এর সঙ্গে দেওয়া হবে ডিজাইনার গ্লাস ও কর্ক স্ক্রু। এগুলো তৈরি করা হয়েছে উল্কাখণ্ড থেকে। এছাড়াও এই ট্রাঙ্কে থাকবে একই ব্যাচের আরেক বোতল ওয়াইন, যা পৃথিবীতে এজিং করা হয়েছে। ফলে ক্রেতা দুই ধরণের ওয়াইনের স্বাদ আলাদা করতে পারবেন।