শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ০৬ মে, ২০২১, ০৩:৩৫ দুপুর
আপডেট : ০৬ মে, ২০২১, ০৩:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলচ্চিত্র ব্যবসা পুনরুজ্জীবনের জন্য শাকিব খানই কি অপরিহার্য !

ইমরুল শাহেদ: চলচ্চিত্রের বিপর্যয় যতোই বাড়ছে, ততোই আলোচনায় আসছেন শাকিব খান। তার কেন্দ্রিক এই আলোচনায় কেবল অভিনেতাই নয়, একজন ব্যবসায়ী হিসেবেও বিবেচনায় রাখা হচ্ছে তাকে। কেউ বলছেন, শাকিব চাইলেই চলচ্চিত্রশিল্পের পুনরুজ্জীবন ঘটাতে পারেন। তিনি যদি নামমাত্র পারিশ্রমিকে বা পারিশ্রমিকের অর্থ একটি ছবির লভ্যাংশ থেকে নিয়ে অন্তত দশটি ছবি করে দেন, তাহলে নির্মাতারা তার ইমেইজ কাজে লাগিয়ে দশটি বাণিজ্য সফল ছবি নির্মাণ করতে পারেন। তাতে আগামী ছয় মাসের মধ্যেই চলচ্চিত্রশিল্প অন্তত প্রাথমিক সংকট কাটিয়ে উঠতে পারবে। তবে তার ধারাবাহিকতা ধরে রাখার প্রস্তুতিও থাকতে হবে নির্মাতাদের।

এছাড়া কথা উঠেছে শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে প্রোডাকশন নিয়ে। উল্লেখ করার বিষয় হলো, পাসওয়ার্ড ছবিটি ব্যবসায়িকভাবে সফল হওয়ার পর চারটি ছবির ঘোষণা দেওয়া হয়েছিল এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে। তার থেকে করা হয়েছে মাত্র একটি। আর তিনটি ছবি করা হবে কি হবে না, তা নিয়ে কিছু বলা হয়নি। তবে তার ইঙ্গিত পাওয়া গেছে শাকিব খানের অংশীদার প্রযোজক মোহাম্মদ ইকবালের কাছ থেকে।

এই রিপোর্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, শাকিব খানকে নিয়ে ছবি বানানো এই মুহূর্তে সম্ভব নয়। কারণ তাকে নিয়ে ছবি বানাতে গেলে যে লগ্নীর প্রয়োজন হয়, তা উঠে আসার মতো সিনেমা হল নেই। তাই আপাতত এসকের ছবি বন্ধ রাখা হয়েছে। আগামীতে বাজার যখন সম্প্রসারিত হবে এবং লাভসহ লগ্নী ফেরত আসবে তখন থেকে আবার এসকের কার্যক্রম শুরু হবে।

একজন নির্মাতা বলেছেন, শাকিব খানের জনপ্রিয়তা এখন আর আগের মতো নেই। এটা সব তারকা অভিনেতা বা অভিনেত্রীর ক্ষেত্রেই ঘটে থাকে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ভূমিকা ও অবস্থানে পরিবর্তন আসে। জনপ্রিয়তাও একইভাবে আবর্তিত হয়। শাকিব খান সব সময়ই জনপ্রিয় থাকবেন এমন কোনো কথা নেই। যদি শাকিব খানের ভূমিকায় বদল ঘটে তাহলে এসকে প্রোডাকশনের ভাগ্য কিভাবে নির্ধারিত হবে, সেটাই হলো ভাবার বিষয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়