শাহাদাত হোসেন: [২] চট্টগ্রামের রাউজানে পুলিশের অভিযানে মোঃ শেখ আলমগীর (৪৮) নামের এক পলাতক আসামী গ্রেপ্তার হয়েছে। সেই সাইফুদ্দিন খাঁন (৪৯) নামের এক ব্যবসায়ীর পায়ে গুলি করার ঘটনায় দায়েরকৃত মামলার ৫ নম্বর আসামি বলে জানা যায়।
[৩] বুধবার বিকেল ৩টার দিকে চট্টগ্রাম নগরীর মিমি সুপার মার্কেটের পাশে চিপাগলি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আসামী আলমগীর রাউজান পৌরসভার ১ নং ওয়ার্ডের পশ্চিম গহিরা এলাকার মোঃ মুছার পুত্র।
[৪] পুলিশ জানায়, গত ১৪ এপ্রিল বিকাল ৩টার দিকে রাউজান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম গহিরা আবুদ্দার বাড়ির শেখ ইব্রাহিম জামে মসজিদে পরিচালনা নিয়ে তর্কাতর্কির ঘটনায় সাইফুদ্দিন খান (৪৯) নামের এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হন। কাউন্সিলর আলমগীর আলী গুলি করেছে অভিযোগ এনে কাউন্সিলরসহ ৮ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা দায়ের করেন আহত ব্যবসায়ীর ভাই ও পৌর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুন। ওই মামলার ৫ নম্বর আসামি শেখ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে।
[৫] রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল হারুন জানান, ৫ মে বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আসামীর অবস্থান নিশ্চিত হয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এস.আই)অজয় দেব শীলের নেতৃত্বে অভিযান চালিয়ে চট্রগ্রাম মেট্রোপলিটন এলাকায় মিমি সুপার মার্কেটের পাশের একটি গলি হতে আসামীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে রাউজান থানার মামলা নং-১৫(০৪)২১। সে দীর্ঘদিন ধরে পলাতক অবস্থায় ছিল। এই মামলার প্রধান আসামি কাউন্সিলর আলমগীর আলীসহ অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। আটককৃত আসামিকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি। সম্পাদনা: হ্যাপি