শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ০৬ মে, ২০২১, ০৩:২১ দুপুর
আপডেট : ০৬ মে, ২০২১, ০৩:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাউজানে ব্যবসায়ীর পায়ে গুলি করার ঘটনায় আটক একজন

শাহাদাত হোসেন: [২] চট্টগ্রামের রাউজানে পুলিশের অভিযানে মোঃ শেখ আলমগীর (৪৮) নামের এক পলাতক আসামী গ্রেপ্তার হয়েছে। সেই সাইফুদ্দিন খাঁন (৪৯) নামের এক ব্যবসায়ীর পায়ে গুলি করার ঘটনায় দায়েরকৃত মামলার ৫ নম্বর আসামি বলে জানা যায়।

[৩] বুধবার বিকেল ৩টার দিকে চট্টগ্রাম নগরীর মিমি সুপার মার্কেটের পাশে চিপাগলি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আসামী আলমগীর রাউজান পৌরসভার ১ নং ওয়ার্ডের পশ্চিম গহিরা এলাকার মোঃ মুছার পুত্র।

[৪] পুলিশ জানায়, গত ১৪ এপ্রিল বিকাল ৩টার দিকে রাউজান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম গহিরা আবুদ্দার বাড়ির শেখ ইব্রাহিম জামে মসজিদে পরিচালনা নিয়ে তর্কাতর্কির ঘটনায় সাইফুদ্দিন খান (৪৯) নামের এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হন। কাউন্সিলর আলমগীর আলী গুলি করেছে অভিযোগ এনে কাউন্সিলরসহ ৮ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা দায়ের করেন আহত ব্যবসায়ীর ভাই ও পৌর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুন। ওই মামলার ৫ নম্বর আসামি শেখ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে।

[৫] রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল হারুন জানান, ৫ মে বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আসামীর অবস্থান নিশ্চিত হয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এস.আই)অজয় দেব শীলের নেতৃত্বে অভিযান চালিয়ে চট্রগ্রাম মেট্রোপলিটন এলাকায় মিমি সুপার মার্কেটের পাশের একটি গলি হতে আসামীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে রাউজান থানার মামলা নং-১৫(০৪)২১। সে দীর্ঘদিন ধরে পলাতক অবস্থায় ছিল। এই মামলার প্রধান আসামি কাউন্সিলর আলমগীর আলীসহ অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। আটককৃত আসামিকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়