গোলাম সারোয়ার: [২] জেলার আশুগঞ্জে কুমিল্লা অঞ্চল মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত ৮০ জন জেলেদের মাঝে বিকল্প আয়বর্ধক হিসেবে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
[৩] বৃহস্পতিবার (৬ মে) দুপুরে আশুগঞ্জ উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে উপজেলা পরিষদের নীচ তলায় আনুষ্ঠানিক ভাবে সেলাই মেশিন বিতরণ করা হয়।
[৪] সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা,উপজেলা নির্বাহী কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস বাপ্পি, আশুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক,উপজেলা মৎস্য কর্মকর্তা রওনক জাহান, সহকারী মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান প্রমুখ।
[৫] এ সময় আশুগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা রওনক জাহান বলেন,এমন কিছু সময় আছে জেলেরা যখন মাছ ধরতে পারেনা তাদের আত্মকর্মসংস্থানের জন্য তখন যেন তারা একটা কিছু করে সংসার চালাতে পারে সেজন্যই মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে আমাদের এই আয়োজন।
[৬] বিতরণ করা প্রত্যেকটি সেলাই মেশিনের সাথে একটি করে আয়রণ একটি চেয়ার ও প্রয়োজনীয় যন্ত্রপাতি প্রদান করা হয়। সম্পাদনা: হ্যাপি