নুরনবী সরকার:[২] লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ট্রাকের ধাক্কায় আকবর আলি (৫২), ও জাদু ইসলাম (৩৫) নামে দুই জেলের মৃত্যু হয়েছে।
[৩] বুধবার (০৫ মে) সকালে উপজেলার ঘুন্টি নামক এলাকায় বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত আকবর আলী উপজেলার উফারমারা রহমতপাড়া গ্রামের মফিজ উদ্দিনের পুত্র ও জাদু ইসলাম একই এলাকার নজরুল ইসলামের পুত্র বলে জানা গেছে।
[৪] পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার (০৫ মে) সকাল ৮ টায় নিজ বাড়ি থেকে ভ্যান যোগে বুড়িমারীর দিকে মাছ ধরতে যাচ্ছিল তারা। এ সময় পিছন থেকে আসা বুড়িমারীগামী একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলে আকবরের মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা জাদু ইসলামসহ দুজনকে গুরুত্বর আহত অবস্থায় পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে জাদু ইসলামের মৃত্যু হয়। অপরজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
[৫] পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি আটক রয়েছে। চালক পলাতক রয়েছে।সম্পাদনা:অনন্যা আফরিন