শিরোনাম
◈ ‘ভয়াবহ দুর্নীতি’ আদানি চুক্তিতে: বাতিলের জন্য যেতে হবে আন্তর্জাতিক আদালতে ◈ সিডনিকে সিক্সার্সকে হা‌রি‌য়ে বিগ ব্যাশে রেকর্ড ষষ্ঠ শিরোপা জয় কর‌লো স্করচার্স ◈ দেশের মানুষের জন্যই বিএনপির রাজনীতি: তারেক রহমান ◈ ভারত থেকে ৮ ট্রাকে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক প্রবেশ করল দেশে ◈ চীনের অনুদানে যে কারণে নীলফামারীতে হবে ১০ তলা হাসপাতাল, আরও যা যা থাকছে ◈ কোথায় রাখা হবে পোস্টাল ব্যালট, গণনা কোন পদ্ধতিতে ◈ আই‌সি‌সি এমন কে‌নো, কী কার‌ণে বাংলাদেশ ভারতের বাইরে খেলতে পারবে না— প্রশ্ন অ‌স্ট্রেলিয়ান গিলেস্পির  ◈ বিশ্বকাপ বয়কট আলোচনার মধ্যে দল ঘোষণা করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড ◈ কোনো দল বা গোষ্ঠী কাউকে সিট দেওয়ার মালিক নয় : মির্জা আব্বাস  ◈ বড় দলগুলোর হেভিওয়েট নেতাদের ভূমিধস পতন হবে: সারজিস আলম

প্রকাশিত : ০৪ মে, ২০২১, ০৩:৫০ দুপুর
আপডেট : ০৪ মে, ২০২১, ০৩:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশে ফিরেই বন্দী হয়ে থাকতে হবে মুমিনুলদের

মাহিন সরকার: [২] শ্রীলঙ্কা সফর শেষ করে মঙ্গলবার ৪ মে দেশে ফিরবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে বাংলাদেশ সরকারের কঠোর করোনা ভাইরাস প্রতিরোধী নিয়মের মারপ্যাঁচে দেশে ফিরলেও সরাসরি পরিবারের কাছে যেতে পারবেন না তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা। ঢাকায় ফিরে তিনদিনের হোটেল ঘরবন্দী থাকতে হবে টাইগারদের।

[৩] ২ ম্যাচের টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজ খেলতে গত ১২ এপ্রিল শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়ে অধিনায়ক মুমিনুল হকের দল। সেখানে মাঠের লড়াই শেষ হয়েছে সোমবার ৩ মে। মঙ্গলবার ৪ মে বাংলাদেশ বিমানের ভাড়া করা বিশেষ ফ্লাইটে দেশে ফিরবে গোটা দল।

[৪] এ প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্তা বলেন, মঙ্গলবার বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে দেশে ফিরবে দল। বাংলাদেশ সময় বিকাল পৌনে চারটায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা রয়েছে।

[৫] তবে দেশে ফিরলেও এবার করোনা ভাইরাস প্রতিরোধী নিয়ম ফাঁকি দেওয়ার সুযোগ নেই শ্রীলঙ্কা থেকে আসা দলের সামনে। নিউজিল্যান্ড সফরে গিয়ে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন করতে হয়েছিল টাইগারদের। সবশেষ শ্রীলঙ্কা সফরে সাতদিনের কোয়ারেন্টাইনে ছিলেন তামিম-মুমিনুলরা। এবার দেশে ফিরেও কোয়ারেন্টাইন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে তাদের। তবে হোম কোয়ারেন্টাইন নয়, ঢাকায় ফিরে গোটা দলকে তিনদিনের হোটেল কোয়ারেন্টাইন করতে হবে।

[৬] বিমানবন্দর থেকে সরাসরি বিসিবির নির্ধারিত হোটেলে নেওয়া হবে শ্রীলঙ্কা সফর থেকে আসা প্রত্যেক সদস্যকে। সেখানে তিনদিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন। তবে হোটেল কোয়ারেন্টাইন এড়াতে সবধরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। খেলোয়াড়দের হোম কোয়ারেন্টাইনের জন্য স্বাস্থ্য অধিপ্ততরকে চিঠিও দিয়েছে বিসিবি। - বিসিবি

  • সর্বশেষ
  • জনপ্রিয়