শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ০৪ মে, ২০২১, ০৩:৫০ দুপুর
আপডেট : ০৪ মে, ২০২১, ০৩:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশে ফিরেই বন্দী হয়ে থাকতে হবে মুমিনুলদের

মাহিন সরকার: [২] শ্রীলঙ্কা সফর শেষ করে মঙ্গলবার ৪ মে দেশে ফিরবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে বাংলাদেশ সরকারের কঠোর করোনা ভাইরাস প্রতিরোধী নিয়মের মারপ্যাঁচে দেশে ফিরলেও সরাসরি পরিবারের কাছে যেতে পারবেন না তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা। ঢাকায় ফিরে তিনদিনের হোটেল ঘরবন্দী থাকতে হবে টাইগারদের।

[৩] ২ ম্যাচের টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজ খেলতে গত ১২ এপ্রিল শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়ে অধিনায়ক মুমিনুল হকের দল। সেখানে মাঠের লড়াই শেষ হয়েছে সোমবার ৩ মে। মঙ্গলবার ৪ মে বাংলাদেশ বিমানের ভাড়া করা বিশেষ ফ্লাইটে দেশে ফিরবে গোটা দল।

[৪] এ প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্তা বলেন, মঙ্গলবার বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে দেশে ফিরবে দল। বাংলাদেশ সময় বিকাল পৌনে চারটায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা রয়েছে।

[৫] তবে দেশে ফিরলেও এবার করোনা ভাইরাস প্রতিরোধী নিয়ম ফাঁকি দেওয়ার সুযোগ নেই শ্রীলঙ্কা থেকে আসা দলের সামনে। নিউজিল্যান্ড সফরে গিয়ে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন করতে হয়েছিল টাইগারদের। সবশেষ শ্রীলঙ্কা সফরে সাতদিনের কোয়ারেন্টাইনে ছিলেন তামিম-মুমিনুলরা। এবার দেশে ফিরেও কোয়ারেন্টাইন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে তাদের। তবে হোম কোয়ারেন্টাইন নয়, ঢাকায় ফিরে গোটা দলকে তিনদিনের হোটেল কোয়ারেন্টাইন করতে হবে।

[৬] বিমানবন্দর থেকে সরাসরি বিসিবির নির্ধারিত হোটেলে নেওয়া হবে শ্রীলঙ্কা সফর থেকে আসা প্রত্যেক সদস্যকে। সেখানে তিনদিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন। তবে হোটেল কোয়ারেন্টাইন এড়াতে সবধরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। খেলোয়াড়দের হোম কোয়ারেন্টাইনের জন্য স্বাস্থ্য অধিপ্ততরকে চিঠিও দিয়েছে বিসিবি। - বিসিবি

  • সর্বশেষ
  • জনপ্রিয়