বাবুল আক্তার:[২] আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপশহরের ই-ব্লক কলাবাগান এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশুটির নাম আলাউদ্দিন (১১)।
[৩] শিশুর বাবা জাকির হোসেন বলেন, রাতে বৃষ্টির পানিতে আমাদের টিনের বসতঘরটি বিদ্যুতায়িত হয়ে যায়। আজ সকাল ১০টার দিকে আলাউদ্দিন পানিতে ভিজে ঘরের পিলার ধরে খেলছিল।
[৪] ওইসময় সে বিদ্যুতায়িত হয়। তার গলা ও বুকের ডানপাশে ঝলসে যায়। তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাই।যশোর জেনারেল হাসপাতালের ডা. আহম্মেদ তারেক শামস বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। শিশুটির পরিবার জানিয়েছে- সে বিদ্যুতায়িত হয়। সম্পাদনা:অনন্যা আফরিন