জবি প্রতিনিধি: [২] জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদের পক্ষ থেকে ২০০ দরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। সোমবার ইফতারের আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে খাবার বিতরণ করেন আসাদ।
[৩] একই সাথে বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে ৬০জন সাধারণ শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীর জন্যও ইফতারের আয়োজন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রলীগ নেতা।
[৪] জানা যায়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এর নির্দেশনায় এ ইফতার বিতরণ করেন আসাদুজ্জামান আসাদ।
[৫] ইফতার বিতরণের ব্যাপারে আসাদ বলেন, বাংলাদেশের যেকোন ক্রান্তিলগ্নে বাংলাদেশ ছাত্রলীগ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় সংসদের নির্দেশে জবি শাখা ছাত্রলীগ থেকে আমি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এভাবেই দুঃখী মানুষের জন্য কাজ করে যেতে চাই।