শিরোনাম
◈ প্রকাশ্যে নৃশংস খুনের বৃদ্ধিতে জনমনে আতঙ্ক: রাজনৈতিক অস্থিরতা ও আন্ডারওয়ার্ল্ডের দাপটে বাড়ছে টার্গেট কিলিং ◈ রাজ‌নৈ‌তিক অঙ্গ‌ণে জল্পনা কল্পনা, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দে‌শের রাজনীতিতে কী প্রভাব ফেলবে? ◈ ফুটবলাররা তরুণদের অনুপ্রেরণা, শৃঙ্খলা–ঐক্য থাকলে সবই সম্ভব: তারেক রহমান ◈ সাভারে সাজাপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর কারখানায় লুটের চেষ্টার অভিযোগ ◈ যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন অধ্যাপক আলী রীয়াজ ◈ গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে ট্রাম্পের পরিকল্পনা জাতিসংঘে পাস, হামা‌সের প্রত‌্যাখান ◈ আড়াই বছর পর ক‌্যাম্প ন‌্যু‌য়ে ফিরে বার্সেলোনা শ‌নিবার ম‌্যাচ খেল‌বে ◈ বড় রাজনৈতিক দলের নেতারা মানছেন না নির্বাচনী আচরণবিধি, কঠোর হওয়ার পরামর্শ ◈ সাংবাদিক খাশোগি ‘অত্যন্ত বিতর্কিত’ ছিলেন, সৌদি যুবরাজের পক্ষে দাবি ট্রাম্পের  ◈ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড: শেখ হাসিনার রায় কীভাবে কার্যকর হবে

প্রকাশিত : ০৩ মে, ২০২১, ০৩:৫০ দুপুর
আপডেট : ০৩ মে, ২০২১, ০৩:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নায়িকা বুবলীকে নিয়েই শুরু হচ্ছে মোহাম্মদ ইকবালের রিভেঞ্জ

ইমরুল শাহেদ: এ ছবিতে বুবলীর বিপরীতে নায়ক থাকছেন রোশান। প্রযোজক ও ছবিটির পরিচালক মোহাম্মদ ইকবাল পরোক্ষভাবে এই তথ্য জানান দিয়েছেন। তিনি এই রিপোর্টারের সঙ্গে কথা বলার সময় বিষয়টি গোপন করছিলেন এবং বলছিলেন সময় হলেই জানান দেওয়া হবে। কিন্তু কথা প্রসঙ্গে তিনি বলেন, তার প্রযোজিত এবং বুবলী অভিনীত শ্যুটার ছবিটিই প্রথম সেন্সর হয়। তাহলে তার পরিচালিত প্রথম ছবিতে বুবলী থাকছে না কেন জানতে চাওয়া হলে তিনি বলেন, সেটা জানার জন্য অপেক্ষা করতে হবে। তার মানে ‘রিভেঞ্জ’ ছবির নায়িকা বুবলীই থাকছেন।

এ কথা শুনে মোহাম্মদ ইকবাল হাসতে থাকেন। তিনি ইতোপূর্বে সাতটি ছবি প্রযোজনা করেছেন বলে জানালেন। এরপর তিনি শাকিব খানের এসকে প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হন। এসকে প্রযোজিত শেষ ছবি বীর। এই ব্যানারটি প্রযোজিত পাসওয়ার্ড-এর মতো ব্যবসা করেনি কাজী হায়াতের ৫০তম ছবি বীর। ঈদে ছবিটি দীপ্ত টেলিভিশনে সম্প্রচার হবে। তিনি এসকে থেকে সরে এলেন কেন জানতে চাইলে তিনি সিনেমা হল সংকটের বিষয়টি সামনে টেনে আনেন। তিনি বলেন, এসকে নির্মাণ করে ব্যয়বহুল ছবি।

সে ছবি প্রদর্শনের ক্ষেত্র কোথায়? সিনেমা হল আছে মুষ্টিমেয় কয়েকটি। তার থেকে এসকে প্রযোজিত ছবির লগ্নী ফিরে আসবে না। সময় ভালো হলে এবং পরিস্থিতি অনুকূলে আসলে এসকে থেকে আবারও ছবি প্রযোজনা করা হবে। তবে উল্লেখ করার বিষয় হলো পাসওয়ার্ড ছবির ব্যাপক সাফল্যের পর এসকে থেকে একই সঙ্গে চারটি ছবির নাম ঘোষণা করা হয়। এর মধ্য একটি ছবি নির্মিত হয়েছে মাত্র। পাসওয়ার্ড ২, ফাইটার এবং হিমেল আশরাফের একটি ছবির নাম এখন হিমাগারে আছে, যদিও সংশ্লিষ্ট ছবিগুলোর জন্য পরিচালকদের চুক্তিবদ্ধও করা হয়েছে। মোহাম্মদ ইকবাল জানিয়েছেন, রিভেঞ্জ ছবিটির প্রযোজক ভিন্ন। তিনি ছবিটির শুধু একজন পরিচালক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়