শিরোনাম
◈ মানুষে সংক্রমণ সক্ষম হলে করোনার চেয়েও ভয়াবহ হতে পারে বার্ড ফ্লু: বিজ্ঞানীদের সতর্কবার্তা ◈ খালেদা জিয়ার অবস্থা ‘অত্যন্ত সংকটময়’, দেশবাসীর দোয়া চাইলেন ফখরুল (ভিডিও) ◈ ভিন্ন মতকে শত্রু দেখার প্রবণতা থেকে বিরত থাকার আহ্বান মির্জা ফখরুলের ◈ নতুন সক্রিয় ফাটলরেখা শনাক্ত: ব্রহ্মপুত্রের গতিপথ বদল ও বড় ভূমিকম্পের ঝুঁকির ইঙ্গিত ◈ বাংলাদেশের উৎপাদন খাতে বড় বিনিয়োগে চীনের আগ্রহ: পাট, সবুজ প্রযুক্তি ও ফার্মায় গুরুত্ব ◈ আরও ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র ◈ অভিবাসন নীতিতে বড় পরিবর্তন: ট্রাম্পের লক্ষ্য স্থায়ী নিষেধাজ্ঞা ◈ ‘ক্ষমতায় এলে বিএনপিসহ সবাইকে নিয়েই দেশ পরিচালনা করবো’ ◈ ভ্যানিটি ব্যাগ থেকে পিস্তল বের করে যুবলীগ নেতার স্ত্রীর হুমকি, ভিডিও ভাইরাল ◈ শিক্ষকদের আন্দোলনে চলতি বছর ক্ষতিগ্রস্ত প্রায় দুই কোটি শিক্ষার্থী

প্রকাশিত : ০৩ মে, ২০২১, ০৩:৫০ দুপুর
আপডেট : ০৩ মে, ২০২১, ০৩:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নায়িকা বুবলীকে নিয়েই শুরু হচ্ছে মোহাম্মদ ইকবালের রিভেঞ্জ

ইমরুল শাহেদ: এ ছবিতে বুবলীর বিপরীতে নায়ক থাকছেন রোশান। প্রযোজক ও ছবিটির পরিচালক মোহাম্মদ ইকবাল পরোক্ষভাবে এই তথ্য জানান দিয়েছেন। তিনি এই রিপোর্টারের সঙ্গে কথা বলার সময় বিষয়টি গোপন করছিলেন এবং বলছিলেন সময় হলেই জানান দেওয়া হবে। কিন্তু কথা প্রসঙ্গে তিনি বলেন, তার প্রযোজিত এবং বুবলী অভিনীত শ্যুটার ছবিটিই প্রথম সেন্সর হয়। তাহলে তার পরিচালিত প্রথম ছবিতে বুবলী থাকছে না কেন জানতে চাওয়া হলে তিনি বলেন, সেটা জানার জন্য অপেক্ষা করতে হবে। তার মানে ‘রিভেঞ্জ’ ছবির নায়িকা বুবলীই থাকছেন।

এ কথা শুনে মোহাম্মদ ইকবাল হাসতে থাকেন। তিনি ইতোপূর্বে সাতটি ছবি প্রযোজনা করেছেন বলে জানালেন। এরপর তিনি শাকিব খানের এসকে প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হন। এসকে প্রযোজিত শেষ ছবি বীর। এই ব্যানারটি প্রযোজিত পাসওয়ার্ড-এর মতো ব্যবসা করেনি কাজী হায়াতের ৫০তম ছবি বীর। ঈদে ছবিটি দীপ্ত টেলিভিশনে সম্প্রচার হবে। তিনি এসকে থেকে সরে এলেন কেন জানতে চাইলে তিনি সিনেমা হল সংকটের বিষয়টি সামনে টেনে আনেন। তিনি বলেন, এসকে নির্মাণ করে ব্যয়বহুল ছবি।

সে ছবি প্রদর্শনের ক্ষেত্র কোথায়? সিনেমা হল আছে মুষ্টিমেয় কয়েকটি। তার থেকে এসকে প্রযোজিত ছবির লগ্নী ফিরে আসবে না। সময় ভালো হলে এবং পরিস্থিতি অনুকূলে আসলে এসকে থেকে আবারও ছবি প্রযোজনা করা হবে। তবে উল্লেখ করার বিষয় হলো পাসওয়ার্ড ছবির ব্যাপক সাফল্যের পর এসকে থেকে একই সঙ্গে চারটি ছবির নাম ঘোষণা করা হয়। এর মধ্য একটি ছবি নির্মিত হয়েছে মাত্র। পাসওয়ার্ড ২, ফাইটার এবং হিমেল আশরাফের একটি ছবির নাম এখন হিমাগারে আছে, যদিও সংশ্লিষ্ট ছবিগুলোর জন্য পরিচালকদের চুক্তিবদ্ধও করা হয়েছে। মোহাম্মদ ইকবাল জানিয়েছেন, রিভেঞ্জ ছবিটির প্রযোজক ভিন্ন। তিনি ছবিটির শুধু একজন পরিচালক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়