মমতাজুর রহমান : [২] বগুড়ার আদমদীঘি অফিসার্স ক্লাবের উদ্যোগে শতাধিক গরীর, অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলার অফিসার্স ক্লাব চত্বরে এসব ঈদ সামগ্রী বিতরণ করেন অফিসার্স ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সীমা শারমিন।
[৩] এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারী, উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা আমির হোসেনসহ অন্যান কর্মকর্তাবৃন্দরা।
[৪] ইউএনও সীমা শারমিন জানান, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অফিসার্স ক্লাবের অফিসারদের সার্বিক সহযোগিতায় অসহায়, দুঃস্থ ও গরীরদের মধ্যে ঈদের উপহার বিতরণ করা হয়েছে। আগামী দিনেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে। সম্পাদনা: সাদেক আলী