শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ০২ মে, ২০২১, ০১:২৭ দুপুর
আপডেট : ০২ মে, ২০২১, ০১:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের তিন দফা দাবি বাস্তবায়নে বিক্ষোভ

সোহাগ হাসান: [২] কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা মটর শ্রমিক ইউনিয়নের তিন দফা দাবি বাস্তবায়নে রোববার সকালে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

[৩] জেলার মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান তালুকদার এর নেতৃত্বে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের তিন দফা দাবি যথাক্রমে,(ক) স্বাস্থ্যবিধি মেনে মোট আসনের অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন ও পণ্য পরিবহন চালু করণ, (খ) সড়ক পরিবহন শ্রমিকদের আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা প্রদান (গ) সারা দেশে বাস ও ট্রাক টার্মিনালগুলোতে পরিবহন শ্রমিকদের জন্য ১০ টাকায় ওএমএসের চাল বিক্রির ব্যবস্থা,বাস্তবায়নে বিক্ষোভ মিছিল শহরস্থ এম এ মতিন পৌর বাসটার্মিনাল হতে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজারস্টেশন এসে শেষ হয়।

[৪] বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজা,যুগ্ম সাধারন সম্পাদক রাজু আহমেদ,যুগ্ম সাধারন সম্পাদক এ্যটম আহমেদ,কার্যকরি সদস্য আব্দুল বাতেন,জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আকমল হোসেন, সাংগঠনিক সম্পাদক নুর মুন্সি সহ প্রমুখ।

[৫] বিক্ষোভ মিছিলে বক্তাগণ বলেন করোনা ভাইরাসের কারনে সারাদেশে লকডাউন চলছে।এই লকডাউনে সব কিছু খোলা থাকলেও গণপরিবহন বন্ধ রয়েছে।এতে করে মটর শ্রমিকরা কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছে। সরকারের পক্ষ থেকে যে সাহায্য করা হচ্ছে তা সবাই পাচ্ছে না।সরকারি সহায়তা না দিয়ে পরিশ্রম করে খাওয়ার জন্য তিন দফা দাবি বাস্তবায়নের রাস্তায় নামতে হয়েছে।

[৬] আগামী ০৩/০৫/২০২১ ইং তারিখের মধ্যে যদি গণপরিবহন চলাচলের অনুমতি না হয়,তাহলে আগামী ০৪/০৫/২০২১ ইং তারিখ কঠোর পদক্ষেপ নেয়ার হুশিয়ারি দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়