শিরোনাম
◈ ইরানের ইস্পাহানে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ০২ মে, ২০২১, ০১:২৭ দুপুর
আপডেট : ০২ মে, ২০২১, ০১:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের তিন দফা দাবি বাস্তবায়নে বিক্ষোভ

সোহাগ হাসান: [২] কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা মটর শ্রমিক ইউনিয়নের তিন দফা দাবি বাস্তবায়নে রোববার সকালে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

[৩] জেলার মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান তালুকদার এর নেতৃত্বে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের তিন দফা দাবি যথাক্রমে,(ক) স্বাস্থ্যবিধি মেনে মোট আসনের অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন ও পণ্য পরিবহন চালু করণ, (খ) সড়ক পরিবহন শ্রমিকদের আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা প্রদান (গ) সারা দেশে বাস ও ট্রাক টার্মিনালগুলোতে পরিবহন শ্রমিকদের জন্য ১০ টাকায় ওএমএসের চাল বিক্রির ব্যবস্থা,বাস্তবায়নে বিক্ষোভ মিছিল শহরস্থ এম এ মতিন পৌর বাসটার্মিনাল হতে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজারস্টেশন এসে শেষ হয়।

[৪] বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজা,যুগ্ম সাধারন সম্পাদক রাজু আহমেদ,যুগ্ম সাধারন সম্পাদক এ্যটম আহমেদ,কার্যকরি সদস্য আব্দুল বাতেন,জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আকমল হোসেন, সাংগঠনিক সম্পাদক নুর মুন্সি সহ প্রমুখ।

[৫] বিক্ষোভ মিছিলে বক্তাগণ বলেন করোনা ভাইরাসের কারনে সারাদেশে লকডাউন চলছে।এই লকডাউনে সব কিছু খোলা থাকলেও গণপরিবহন বন্ধ রয়েছে।এতে করে মটর শ্রমিকরা কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছে। সরকারের পক্ষ থেকে যে সাহায্য করা হচ্ছে তা সবাই পাচ্ছে না।সরকারি সহায়তা না দিয়ে পরিশ্রম করে খাওয়ার জন্য তিন দফা দাবি বাস্তবায়নের রাস্তায় নামতে হয়েছে।

[৬] আগামী ০৩/০৫/২০২১ ইং তারিখের মধ্যে যদি গণপরিবহন চলাচলের অনুমতি না হয়,তাহলে আগামী ০৪/০৫/২০২১ ইং তারিখ কঠোর পদক্ষেপ নেয়ার হুশিয়ারি দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়