শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ০১ মে, ২০২১, ০৩:১৮ দুপুর
আপডেট : ০১ মে, ২০২১, ০৩:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজীপুরে এপ্রিলে ৫২ জনের মৃত্যু, আক্রান্ত ২ হাজার ৫৩৮ জন

আতিকুর রহমান: [২] গাজীপুরে ১ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত ত্রিশ দিনে মোট ১০ হাজার ৪৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ সময়ের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৫২ জন। আর মোট করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৩৮ জন।

[৩] ১ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত প্রাপ্ত তথ্যের পরিসংখ্যান এটি।

[৪] এদিকে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১ জন। এ নিয়ে করোনায় গাজীপুরে মোট মারা গেলেন ১৮৮ জন। আর ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ২৭ জন।

[৫] শনিবার (১ মে) পর্যন্ত সিভিল সার্জন অফিস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এসকল তথ্য জানা গেছে।

[৬] সিভিল সার্জন অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) নমুনা পরীক্ষা হয়েছে ৩০৮ জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ১১.৪০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তদের মধ্যে রয়েছে সর্বাধিক সদরে (মহানগর) ২০ জন, শ্রীপুরে ৬ জন এবং কাপাসিয়ায় ১ জন।

[৭] এখন পর্যন্ত সর্বাধিক কোভিড-১৯ শনাক্ত হয়েছে সদরে (মহানগর) ৬ হাজার ৮৫১ জন। এছাড়াও কালিয়াকৈরে ১ হাজার ৮১ জন, শ্রীপুরে ১ হাজার ৩৭ জন, কালীগঞ্জে ৭৯০ জন এবং কাপাসিয়ায় ৬৭৩ জন।

[৮] সিভিল সার্জন অফিস থেকে প্রাপ্ত তথ্য পরিসংখ্যান থেকে জানা যায়, এ পর্যন্ত গাজীপুরে মোট নমুনা পরীক্ষা হয়েছে ৭৬ হাজার ৯৩ জনের। এর মধ্যে করোনার সংক্রমণ শনাক্তের সংখ্যা ১০ হাজার ৪৩২ জন। মোট মারা গেলেন ১৮৮ জন। আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ হাজার ৫১৯ জন। আর ১ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত গাজীপুরে মোট নমুনা পরীক্ষা হয়েছে ১০ হাজার ৪৮৫ জনের। ১ এপ্রিল মোট শনাক্তের সংখ্যা ছিলো ৭ হাজার ৮৯৪ জন। ১ মে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৪৩২ জন। ১ এপ্রিল মোট মৃত্যুর সংখ্যা ছিল ১৩৬ জন। যা ১ এপ্রিল থেকে ১ এপ্রিল পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে ১৮৮ জন।

[৯] সে হিসেবে এপ্রিলের এই ত্রিশ দিনে মারা গেছেন মোট ৫২ জন। আর এ সময়ে মোট করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৩৮ জন। ১ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ হাজার ২০৬ জন।

[১০] সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টার হিসাবে ১ এপ্রিল মারা গেছেন ১ জন, ২ এপ্রিল ৪ জন, ৪ এপ্রিল ১ জন, ৫ এপ্রিল ১ জন, ৬ এপ্রিল ২ জন, ৭ এপ্রিল ১ জন, ৮ এপ্রিল ২ জন, ৯ এপ্রিল ২ জন, ১০ এপ্রিল ১ জন, ১২ এপ্রিল ২ জন, ১৪ এপ্রিল ১ জন, ১৫ এপ্রিল ৪ জন, ১৬ এপ্রিল ৪ জন, ১৭ এপ্রিল ৩ জন, ১৮ এপ্রিল ১ জন, ১৯ এপ্রিল ২ জন, ২০ এপ্রিল ১ জন, ২১ এপ্রিল ৪ জন, ২৩ এপ্রিল ৩ জন, ২৪ এপ্রিল ১ জন, ২৫ এপ্রিল ৩ জন, ২৬ এপ্রিল ২ জন, ২৮ এপ্রিল ৩ জন, ২৯ এপ্রিল ২ জন এবং ৩০ এপ্রিল ১ জন।

[১১] ১ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত পর্যন্ত সর্বাধিক কোভিড-১৯ শনাক্ত হয়েছে সদরে (মহানগর) ১ হাজার ৬৭৫ জন। এছাড়াও কালিয়াকৈরে ২৫১ জন, শ্রীপুরে ২৭৮ জন, কালীগঞ্জে ১৮২ জন এবং কাপাসিয়ায় ১৫২ জন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়