শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০১ মে, ২০২১, ১২:৪২ দুপুর
আপডেট : ০১ মে, ২০২১, ১১:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আশরাফুল আলম খোকন: হাসপাতালে বিনামূল্যে অক্সিজেন সাপ্লাই দিবে আবুল খায়ের গ্রুপ, স্যালুট

আশরাফুল আলম খোকন:  এই দেশ থেকে অনেকেই অনেক সম্পদের মালিক হয়েছেন, শিল্পপতি হয়েছেন। যে কোনো সঙ্কটে ত্রাণ তহবিলে দু/এক কোটি টাকা দিয়ে বাহবাও নেন। পত্রিকা টিভিতে ছবিসহ সংবাদ বিজ্ঞাপনও দেন। পার্শ্ববর্তী দেশ ভারতে করোনা দুর্যোগ চলছে। যে ৫০ টন অক্সিজেন দেশে আমদানি হতো তা বন্ধ করে দিয়েছে ভারত। আমাদের প্রতিদিন প্রয়োজন ২০০ টন অক্সিজেন। দেশেও এখন করোনার ভয়াবহতা চলছে। নিয়মিত অক্সিজেনের সরবরাহ প্রয়োজন।

এই সঙ্কটে সামর্থবান অনেকের ভূমিকাই অসহায়ের মতো। শেখ হাসিনার সরকার একাই লড়ে যাচ্ছেন। ভারত সরকারের পাশে দাঁড়িয়েছেন রতন টাটা, সবাই তাদের প্রশংসা করছে। কিন্তু দেশি এবং প্রচার বিমুখ বলে দেশীয় আবুল খায়ের গ্ৰুপের প্রশংসা করতে আমরা কার্পণ্য করি। এই সঙ্কটে দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন তারা। তাদের দৈনিক অক্সিজেন উৎপাদন ২৬০ টন যেখানে দেশে প্রয়োজন ২০০ টন।

তারা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন, প্রয়োজনে তাদের সব শিল্প কারখানা বন্ধ রেখে হাসপাতালে বিনামূল্যে অক্সিজেন সাপ্লাই দিবেন তারা। একটা প্রশ্ন থেকেই যায়, আমাদের দেশীয় সক্ষমতা থাকতে কেন বিদেশ থেকে আমদানি করতে হয় ?
কেউ কেউ বলতে পারেন তারাতো তাদের নিজস্ব কারখানার জন্য উৎপাদন করে। আমার কথা হচ্ছে, স্বাস্থ্য অধিদপ্তর যদি সিদ্ধান্ত নেয় তারা আমদানি না করে দেশ থেকেই নিবে তাহলে আরো অনেকেই অক্সিজেন উৎপাদনে এগিয়ে আসবেন।
সঙ্কটে যখন দেশই ভরসা, তাহলে দেশীয় পণ্যই ভালো.... স্যালুট টু আবুল খায়ের গ্রুপ।  ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়