শিরোনাম
◈ এমবাপ্পের দুই পেনাল্টি গোলে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে রিয়াল মাদ্রিদের শুভ সূচনা ◈ যে কারণে শিবির ক্যাম্পাসে জিতছে, সেই কারণেই বিএনপি জাতীয় নির্বাচনে জিততে পারে: দ্য ডিপ্লোম্যাটের নিবন্ধ ◈ টানা দুই হা‌রের পর জ‌য়ে ফির‌লো মেসির ইন্টার মায়ামি ◈ করমর্দন বিতর্কে সুনীল গাভাস্কার - ক্রীড়া এবং রাজনীতি কখনোই আলাদা ছিল না  ◈ সীমানা পুনর্নিধারণ নিয়ে চ্যালেঞ্জের মুখে নির্বাচন কমিশন ◈ বাংলাদেশ-ভারত সম্পর্ক হবে গঠনমূলক ও ভবিষ্যতমুখী: হাইকমিশনার প্রণয় ভার্মা ◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ আইসিসির শাস্তির ভ‌য়ে এশিয়া কাপ বয়কট কর‌ছে না পাকিস্তান ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা

প্রকাশিত : ০১ মে, ২০২১, ১২:৪২ দুপুর
আপডেট : ০১ মে, ২০২১, ১১:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আশরাফুল আলম খোকন: হাসপাতালে বিনামূল্যে অক্সিজেন সাপ্লাই দিবে আবুল খায়ের গ্রুপ, স্যালুট

আশরাফুল আলম খোকন:  এই দেশ থেকে অনেকেই অনেক সম্পদের মালিক হয়েছেন, শিল্পপতি হয়েছেন। যে কোনো সঙ্কটে ত্রাণ তহবিলে দু/এক কোটি টাকা দিয়ে বাহবাও নেন। পত্রিকা টিভিতে ছবিসহ সংবাদ বিজ্ঞাপনও দেন। পার্শ্ববর্তী দেশ ভারতে করোনা দুর্যোগ চলছে। যে ৫০ টন অক্সিজেন দেশে আমদানি হতো তা বন্ধ করে দিয়েছে ভারত। আমাদের প্রতিদিন প্রয়োজন ২০০ টন অক্সিজেন। দেশেও এখন করোনার ভয়াবহতা চলছে। নিয়মিত অক্সিজেনের সরবরাহ প্রয়োজন।

এই সঙ্কটে সামর্থবান অনেকের ভূমিকাই অসহায়ের মতো। শেখ হাসিনার সরকার একাই লড়ে যাচ্ছেন। ভারত সরকারের পাশে দাঁড়িয়েছেন রতন টাটা, সবাই তাদের প্রশংসা করছে। কিন্তু দেশি এবং প্রচার বিমুখ বলে দেশীয় আবুল খায়ের গ্ৰুপের প্রশংসা করতে আমরা কার্পণ্য করি। এই সঙ্কটে দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন তারা। তাদের দৈনিক অক্সিজেন উৎপাদন ২৬০ টন যেখানে দেশে প্রয়োজন ২০০ টন।

তারা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন, প্রয়োজনে তাদের সব শিল্প কারখানা বন্ধ রেখে হাসপাতালে বিনামূল্যে অক্সিজেন সাপ্লাই দিবেন তারা। একটা প্রশ্ন থেকেই যায়, আমাদের দেশীয় সক্ষমতা থাকতে কেন বিদেশ থেকে আমদানি করতে হয় ?
কেউ কেউ বলতে পারেন তারাতো তাদের নিজস্ব কারখানার জন্য উৎপাদন করে। আমার কথা হচ্ছে, স্বাস্থ্য অধিদপ্তর যদি সিদ্ধান্ত নেয় তারা আমদানি না করে দেশ থেকেই নিবে তাহলে আরো অনেকেই অক্সিজেন উৎপাদনে এগিয়ে আসবেন।
সঙ্কটে যখন দেশই ভরসা, তাহলে দেশীয় পণ্যই ভালো.... স্যালুট টু আবুল খায়ের গ্রুপ।  ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়