শিরোনাম
◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস ◈ শাপলা প্রতীক নিয়ে রাজনীতিতে নতুন বিতর্ক!

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২১, ১১:০৮ রাত
আপডেট : ৩০ এপ্রিল, ২০২১, ১১:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে ৫২টি ইউনিয়নে এবার বাম্পার ফলন এবং ধান কাটা শুরু, কৃষকের মুখে হাসি

তপু সরকার হারুন: শেরপুর জেলার প্রায় ৫২টি ইউনিয়নে বোরো ধান কাটা শুরু হয়েছে। ২৮ ধানের পাশাপাশি কাটা শুরু হয়েছে বিভিন্ন জাতের হাইব্রিড ধান। সোনার ফসল ঘরে তুলতে অনেকেই ব্যস্ত সময় পার করছেন।

 

গত কয়েক বছরের চেয়ে এবার জেলার সব উপজেলা গুলিতে ধানের বাম্পার ফলন হয়েছে। বেশির ভাগ জমির ধানই পাকতে শুরু করেছে। ধান ঘরে তুলতে দিন-রাত কাজ করে যাচ্ছেন কৃষক-কৃষাণিরা। তবে বাজারে ধান ওঠার সঙ্গে সঙ্গেই দাম কমতে শুরু করায় ভরা মৌসুমে ধানের ন্যায মূল্য পাবে কিনা তা নিয়ে সংশয়ে রয়েছে কৃষকরা।জেলার নালিতাবাড়ী, ঝিনাইগাতীতে এবং শ্রীবর্দী উপজেলার পাহাড়ী অঞ্চলে ধানের বাম্বার ফলণ হয়েছে বেশী । নালীতাবাড়ী পোড়াগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান,আমাদের পাহাড়ী অঞ্চলে ২ একর বোরো ২৮ জাতের ধান কেটেছেন । কৃষক মোমিন মিয়া বলেন ফলন ভালো হয়েছে। বর্তমানে ভালো দামে বিক্রি করতে পারবো। তবে ভরা মৌসুমে ধানের ন্যায মূল্য পেলে কৃষকরা লাভবান হবে।

ঝিনাইগাতী গৌরিপুর ইউপিঃ চেয়ারম্যান হাবিবুর রহমান মন্টু বলেন বলেন,‘আমার এলাকায় ধান কাটা শুরু হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবার কৃষকরা গোলায় ধান তুলতে পারবে।’

শেরপুর পাকুরিয়া ইউপিঃ চেয়ারম্যান বলেন আকাশে রোদ যেন কৃষকের মুখের হাসির ঝিলিক। মেঘ দেখলেই বুকটা ওঠে কেঁপে, দুরু দুরু করতে থাকে। সোনামাখা রোদে দিগন্ত বিস্তৃত মাঠে হলুদ ধানের শীষ চকচকিয়ে উঠেছে। ফলে বিভিন্ন বিল খালে পাড়ে পাড়ে এখন ধান কাটা মাড়াইয়ের খলা চলছে। কীভাবে ধানে কেটে ঘরে আনবেন তা নিয়ে ব্যস্ত কৃষকরা।

কামারেরচর ইউপিঃ চেয়ারম্যান ও শেরপুর জেলা যুবলীগের সভাপতি বলেন ইতোমধ্যে আমাদের চরাঞ্চালে শুরু হয়েছে ধান কাটার উৎসব। এই অঞ্চলে পয়লা বৈশাখ থেকে ধান কাটা-মাড়াই শুরু হয়ে থাকে বহুকাল আগে থেকেই। কিন্তু গত কয়েক বছর যাবত আগাম জাতের ধান আবাদ হওয়ায় কিছু ধান আগেই কাটা-মাড়াই শুরু হয়। এখন চরজুড়ে চলছে সেটিই।

জেলা কৃষিকর্মকর্তা ড. অমিত কুমার দেয় বলেন, চলতি বোরো মৌসুমে ৫২ ইউনিয়নে এবার বোরো ধানের আবাদ হয়েছে। এবার আবহাওয়া অনুকূলে থাকায় বোরো ধানের ফলন ভাল হয়েছে। এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান উৎপাদন হবে বলে আশা করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়