শিরোনাম
◈ ৫.৭ মাত্রার ভূমিকম্পে মেট্রোরেলের ৪টি স্টেশনে ফাটল, খসে পড়েছে টাইলস ◈ ৩২ ঘণ্টায় চার ভূমিকম্প: ঢাকায় বড় কম্পনের শঙ্কা বাড়ছে ◈ ঢাকায় ২২ লাখ ভবনের মধ্যে ২১ লাখই ঝুঁকিপূর্ণ, বড় ভূমিকম্পে ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা ◈ ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা ◈ উত্তপ্ত আন্ডারওয়ার্ল্ড: আধিপত্যের লড়াইয়ে বাড়ছে খুন-খারাপি ও চাঁদাবাজি ◈ ভূমিকম্পে ফাঁটল: আতঙ্কে ছাত্রাবাস ছেড়ে সড়কে রাত কাটাচ্ছেন ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা (ভিডিও) ◈ বকশিবাজারে আলিয়া মাদরাসায় ২ গ্রুপের সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী (ভিডিও) ◈ ভারত আইনগতভাবে হাসিনাকে ফেরত পাঠাতে বাধ্য: নিরাপত্তা বিশ্লেষক মুনিরুজ্জামান ◈ ভূমিকম্পে মৃত্যু: ছেলেকে হারিয়ে নিজেকেই দায়ী করছেন মা নিপা ◈ মুশফিককে কেন রেকর্ড গড়ার সুযোগ দেওয়া হয়নি, ব্যাখ্যা দিলেন আশরাফুল

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২১, ১১:০৮ রাত
আপডেট : ৩০ এপ্রিল, ২০২১, ১১:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে ৫২টি ইউনিয়নে এবার বাম্পার ফলন এবং ধান কাটা শুরু, কৃষকের মুখে হাসি

তপু সরকার হারুন: শেরপুর জেলার প্রায় ৫২টি ইউনিয়নে বোরো ধান কাটা শুরু হয়েছে। ২৮ ধানের পাশাপাশি কাটা শুরু হয়েছে বিভিন্ন জাতের হাইব্রিড ধান। সোনার ফসল ঘরে তুলতে অনেকেই ব্যস্ত সময় পার করছেন।

 

গত কয়েক বছরের চেয়ে এবার জেলার সব উপজেলা গুলিতে ধানের বাম্পার ফলন হয়েছে। বেশির ভাগ জমির ধানই পাকতে শুরু করেছে। ধান ঘরে তুলতে দিন-রাত কাজ করে যাচ্ছেন কৃষক-কৃষাণিরা। তবে বাজারে ধান ওঠার সঙ্গে সঙ্গেই দাম কমতে শুরু করায় ভরা মৌসুমে ধানের ন্যায মূল্য পাবে কিনা তা নিয়ে সংশয়ে রয়েছে কৃষকরা।জেলার নালিতাবাড়ী, ঝিনাইগাতীতে এবং শ্রীবর্দী উপজেলার পাহাড়ী অঞ্চলে ধানের বাম্বার ফলণ হয়েছে বেশী । নালীতাবাড়ী পোড়াগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান,আমাদের পাহাড়ী অঞ্চলে ২ একর বোরো ২৮ জাতের ধান কেটেছেন । কৃষক মোমিন মিয়া বলেন ফলন ভালো হয়েছে। বর্তমানে ভালো দামে বিক্রি করতে পারবো। তবে ভরা মৌসুমে ধানের ন্যায মূল্য পেলে কৃষকরা লাভবান হবে।

ঝিনাইগাতী গৌরিপুর ইউপিঃ চেয়ারম্যান হাবিবুর রহমান মন্টু বলেন বলেন,‘আমার এলাকায় ধান কাটা শুরু হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবার কৃষকরা গোলায় ধান তুলতে পারবে।’

শেরপুর পাকুরিয়া ইউপিঃ চেয়ারম্যান বলেন আকাশে রোদ যেন কৃষকের মুখের হাসির ঝিলিক। মেঘ দেখলেই বুকটা ওঠে কেঁপে, দুরু দুরু করতে থাকে। সোনামাখা রোদে দিগন্ত বিস্তৃত মাঠে হলুদ ধানের শীষ চকচকিয়ে উঠেছে। ফলে বিভিন্ন বিল খালে পাড়ে পাড়ে এখন ধান কাটা মাড়াইয়ের খলা চলছে। কীভাবে ধানে কেটে ঘরে আনবেন তা নিয়ে ব্যস্ত কৃষকরা।

কামারেরচর ইউপিঃ চেয়ারম্যান ও শেরপুর জেলা যুবলীগের সভাপতি বলেন ইতোমধ্যে আমাদের চরাঞ্চালে শুরু হয়েছে ধান কাটার উৎসব। এই অঞ্চলে পয়লা বৈশাখ থেকে ধান কাটা-মাড়াই শুরু হয়ে থাকে বহুকাল আগে থেকেই। কিন্তু গত কয়েক বছর যাবত আগাম জাতের ধান আবাদ হওয়ায় কিছু ধান আগেই কাটা-মাড়াই শুরু হয়। এখন চরজুড়ে চলছে সেটিই।

জেলা কৃষিকর্মকর্তা ড. অমিত কুমার দেয় বলেন, চলতি বোরো মৌসুমে ৫২ ইউনিয়নে এবার বোরো ধানের আবাদ হয়েছে। এবার আবহাওয়া অনুকূলে থাকায় বোরো ধানের ফলন ভাল হয়েছে। এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান উৎপাদন হবে বলে আশা করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়