শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২১, ১০:৫৬ রাত
আপডেট : ৩০ এপ্রিল, ২০২১, ১০:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে আইজিপির সোর্স দাবি করা প্রতারক রাব্বি গ্রেপ্তার

আতাহার আলী: মাদক সেবন মামলায় হাজত থেকে বের হয়েই দামি মোটরসাইকেল কিনে গোটা উপজেলা দাপিয়ে বেড়াচ্ছিলেন। নিজেকে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপির) সোর্স পরিচয় দিয়ে মানুষের সাথে করছিলেন প্রতারণা। বাঘা থানা পুলিশ তাঁকে আবারও গ্রেপ্তার করেছে। এই প্রতারকের নামম রাব্বি হাসান (২৮)। রাজশাহীর বাঘা উপজেলার নারায়ণপুর গ্রামে তাঁর বাড়ি। রাব্বি তাঁর নবজাতক সন্তানের নাম আইজিপি রেখেছেন, এমন কথাও বলেছেন অনেকের কাছে। আর এসব কথা শুনে এলাকার কিছু ভুক্তভোগী মানুষ পুলিশি তদবির পেতে ছুটছিলেন প্রতারক রাব্বির কাছে। বৃহস্পতিবার রাতে আলোচিত রাব্বি হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গেছে, গত ৪ এপ্রিল রাব্বিসহ চার যুবককে মাদকসেবন করা অবস্থায় উপজেলার খানপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ। তখন আধা বোতল ফেনসিডিল, দুই পিস ইয়াবা বড়ি এবং দুটি দামি মোটরসাইকেল জব্দ করা হয়। বাঘা থানা পুলিশ তাঁদের জেলহাজতে পাঠায়। এ ঘটনার ১৫ দিন পর হাজত থেকে বেরিয়ে আসেন রাব্বি। এরপর একটি দামি মোটরসাইকেল কিনে এলাকায় দাপিয়ে বেড়াতে শুরু করেন। তিনি বলে বেড়াচ্ছিলেন, অনেক পুলিশ কর্মকর্তার সাথে তাঁর ঘনিষ্ঠতা আছে।

স্থানীয় লোকজনের অভিযোগ, রাব্বির বাবা একজন দিনমজুর। রাব্বির অত্যাচারে অতিষ্ঠ এলাকার সাধারণ মানুষ। তিনি মাদক দিয়ে ফাঁসিয়ে দেয়ার নামে অন্য এলাকা থেকে বাঘা সীমান্ত এলাকায় ঘুরতে আসা অনেক মানুষকে জিম্মি করে টাকা আদায় করেন। তার এসব অপকর্মের সংবাদ পত্রিকায় ছাপালে তিনি সাংবাদিকের নামে ফেসবুকে অপপ্রচার চালাতে থাকেন। এ নিয়ে বৃহস্পতিবার রাতে তাঁর নামে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়। এরপর রাব্বিকে পুলিশ গ্রেপ্তার করে।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে পুলিশের একটি সূত্র জানায়, রাব্বির নামে মাদক, নারী নির্যাতন এবং চাঁদাবাজিসহ জেলার বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে। রাব্বি নিজেকে পুলিশের সোর্স দাবি করেন এবং এ কথাও বলেন যে, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে তাঁর ভাল সম্পর্ক আছে। তার এসব কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছে ১০-১২ জন সাঙ্গপাঙ্গ। তাঁর বিরুদ্ধে কোন পুলিশ কর্মকর্তা তদন্ত কিংবা আইনি ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ নিলে তিনি সেই কর্মকর্তার বিরুদ্ধে পুলিশের ঊর্ধতন কর্মকর্তাদের কাছে অভিযোগ দিয়ে হয়রানি করেন।

বাঘা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, রাব্বি হাসানের বিরুদ্ধে অভিযোগ পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাঁকে জেলহাজতেও পাঠানো হয়েছে। এছাড়া তাঁর ব্যবহৃত মোবাইল ফোন জব্দ রয়েছে থানায়। সেই মোবাইলে তার প্রতারণার বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়