শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২১, ০২:৪১ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২১, ০৫:২৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১ মে শ্রমিক দিবস উপলক্ষে তারকারা যা বলেন

ইমরুল শাহেদ: আন্তর্জাতিক শ্রমিক দিবস যা সচরাচর মে দিবস নামে অভিহিত। প্রতি বছর পয়লা মে শ্রমিকদের অধিকার আদায়ের বিষয়টি নিয়ে বিশ্বব্যাপী উদযাপিত হয় এ দিনটি। বিশ্বের বিভিন্ন দেশে শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠনসমূহ রাজপথে সংগঠিতভাবে মিছিল ও শোভাযাত্রার মাধ্যমে দিবসটি পালন করে থাকে। কিন্তু এ বছর কোভিড মহামারির কারণে দৃশ্যপট ভিন্ন। তবে এ বছর দিবসটি যেভাবেই পালিত হোক না কেন, সামাজিক যোগাযোগ যে সরব থাকবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।

এই দিবসটি নিয়ে নায়ক সাইমন সাদিক বলেন, ‘শ্রমিকরা হলো একটি দেশের মূল চালিকা শক্তি। তারাই দেশের সার্বিক উন্নয়নের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। প্রথমমত একজন শ্রমিক তার শ্রম দিয়ে পরিবারকে চালায়। তারপর সমাজ, রাষ্ট্র তাদের দিয়ে উপকৃত হয়। তারা যদি থাকত তাহলে কোনো কিছুই ঠিকঠাকভাবে চলত না। আমাদের দেশে শ্রমিক কিছুটা সস্তা বলেই আমাদের গার্মেন্টস শিল্প এতোটা উর্ধ্বগতিতে গেছে।

কিন্তু তারপরও দেখা যায়, অনেক সময় তাদের বেতন-ভাতা ঠিকঠাকভাবে দেওয়া হয় না। এটা খুবই অন্যায়। আমি মনে করি যদি শ্রমিকদের যথাযথ মূল্যায়ন করা হয় তাহলে দেশ আরো এগিয়ে যাবে এবং উন্নত হবে। কলকারখানার মালিকদের উচিত শ্রমিকদের দিকে সুদৃষ্টি দেওয়া। তাহলে কলকারখানা যেমন গতিশীল হবে তেমনি শ্রমিকদেরও কাজের প্রতি আগ্রহ বাড়বে।’

অমিত হাসান বলেন, আমি মনে করি শ্রমিকের গায়ের ঘাম শুকোবার আগেই শ্রমের অর্থ পরিশোধ করা উচিত। এটা আমাদের শরিয়তেই আছে। যদি কেউ সত্যিকারের মানুষ হয়, তাহলে শ্রমিকের ঘাম শুকোবার আগেই তার পারিশ্রমিক দিয়ে দেওয়া উচিত। পর্দা শ্রমিক হিসেবে আমার তেমন একটা বকেয়া নেই। আমি নিজেও টাকার জন্য কাউকে নক করেনি। কেউ ইচ্ছা করে আমাকে টাকা দেওয়ার কথা বলেওনি। সামনে ঈদ। দেখা যাক কি হয়? ৫ মে থেকে আমার দুই ছবির টানা শুটিং ছিল। ম্যুভমেন্ট নিষেধাজ্ঞায় সেগুলো বাতিল হয়ে গেছে। এখন বেকার ঘরে বসে আছি। জানি না এভাবে কতদিন যাবে।

টিভি অভিনেত্রী নাইরোজ সিফাত বলেন, মে দিবসে শ্রমিকদের অর্জিত বিজয়ের প্রতি সম্মান, শুভেচ্ছা ও সংহতি জানাই। তাদের আন্দোলন সংগ্রামের স্মৃতি থেকে প্রেরণা ও শিক্ষা নেই! বর্তমান কোভিড-১৯ বৈশ্বিক মহামারির মধ্যে অনেক শ্রমিক উপার্জনহীন অবস্থায় দুঃখ- কষ্টে মানবেতর জীবন কাটাচ্ছে, আসুন আমরা মানবিক হই, স্বাস্থ্যসম্মত নিরাপদ কর্মপরিবেশ গড়ে তুলি, শ্রমিক মালিক ঐক্য গড়ি -দেশের অথ'নীতিকে সচল করি!

  • সর্বশেষ
  • জনপ্রিয়