শিরোনাম
◈ পোস্টাল ভোটিংয়ের ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ নিয়ে যে বার্তা দিলেন সিইসি ◈ জাতি কখনো দিশেহারা হলে জুলাই জাদুঘরে পথ খুঁজে পাবে: প্রধান উপদেষ্টা  ◈ যে দুই দেশ ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা কেড়ে নিল ◈ থাইল্যান্ড যাওয়ার অনুমতি মেলেনি আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের ◈ আমরা যদি একসঙ্গে ঐক্যবদ্ধ থাকি সকলের মিলে সমস্যার সমাধান করতে পারবো : তারেক রহমান ◈ জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা র‍্যাব ডিজির (ভিডিও) ◈ সেহরি ও ইফতারের সময়সূচি জানাল ইসলামিক ফাউন্ডেশন ◈ ঢাকার ১৩টি আসনে দুপুর পর্যন্ত ৫ প্রার্থীর মনোনয়নপত্র প্রত‍্যাহার ◈ ভোটকেন্দ্র নজরদারিতে সিসিটিভি: ৭২ কোটি টাকার বিশেষ বরাদ্দ ◈ চ্যাম্পিয়ন্স লিগে রাতে লড়াই‌য়ে নামছে আর্সেনাল, রিয়াল মাদ্রিদ, পিএসজি ও ইন্টার মিলান

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২১, ০৯:৪৪ সকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০২১, ০১:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড সংকটে ভারতের পাশে চীন-রাশিয়া, অক্সিজেন কনসেনট্রেটর দিচ্ছে হংকং ও আয়ারল্যান্ড

রাশিদুল ইসলাম : [২] বৃহস্পতিবার সকালে দিল্লি বিমানবন্দরে দুটি রুশ বিমানে ২০টি অক্সিজেন কনসেনট্রেটর, ৭৫টি ভেন্টিলেটর, ১৫০টি বেডসাইড মনিটর ও বিভিন্ন ওষুধ এসে পৌঁছেছে। ভারতে রুশ রাষ্ট্রদূত নিকোলয় কুদাশেভ জানিয়েছেন, দু’দেশের মধ্যে যে বিশেষ কূটনৈতিক সম্পর্ক রয়েছে, সেদিকে লক্ষ্য রেখে কোভিড যুদ্ধে ভারতের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। টাইমস অব ইন্ডিয়া

[৩] পহেলা মে প্রথমবারের জন্য ভারতে আসছে রুশ টিকা স্পুটনিক ভি-এর কয়েক লাখ ডোজ। ২০২০ সালে বিশ্বে করোনা টিকা হিসেবে প্রথম ছাড়পত্র পায় স্পুটনিক ভি। ইতিমধ্যেই পাঁচটি শীর্ষ ভারতীয় টিকা প্রস্তুতকারী সংগঠনের সঙ্গে চুক্তি করেছে স্পুট নির্মাতা রুশ সংস্থা। চুক্তিমতে প্রতিবছর তৈরি হবে ৮৫ কোটি ডোজ।

[৪] ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলার পর এ সহায়তা পাঠানোর জন্যে পুতিনকে ধন্যবাদ জানান।

[৫] চীনা রাষ্ট্রদূত সান ওয়েডং জানিয়েছেন ২৫ হাজার অক্সিজেন কনসেন্ট্রেটর পাঠানো হচ্ছে ভারতে। ভারত দাম দিয়েই তা কিনবে।

[৬] ৩০০ অক্সিজেন কনসেনট্রেটর আসছে হংকং থেকে ও ৭০০ পাঠাচ্ছে আয়ারল্যান্ডও। ভারতের ১৬ বছরের বিদেশ-নীতি পরিবর্তন করে মানুষের প্রাণ বাঁচাতে চিকিৎসা পরিষেবা আরও পোক্ত করার জন্য একাধিক দেশের কাছে হাত পাততে হচ্ছে।

[৭] সাউথ ব্লক বলছে, ভারত কারও কাছে সাহায্য চায়নি। এগুলো সব টাকা দিয়ে কেনা হচ্ছে। তবে কোনও কোনও দেশের সরকার বা সেখানকার বেসরকারি সংস্থা যদি উপহার হিসেবে কিছু সাহায্য বা অনুদান দিতে চান, তা কৃতজ্ঞতার সঙ্গেই গ্রহণ করবে ভারত। এর আগে কমপক্ষে ৮০টি দেশে সাড়ে ৬ কোটি প্রতিষেধক পাঠিয়েছে ভারত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়