শিরোনাম
◈ জামায়াতসহ আট দল একই দিনে নির্বাচন ও গণভোটের আ‌য়োজন মে‌নে নি‌লো  ◈ ফুটবল বিশ্বকাপে নতুন নিয়ম, ম্যাচের প্রতি অর্ধে ৩ মিনিটের পানি পানের বিরতি  ◈ যুব এশিয়া কাপের দল ঘোষণা কর‌লো বি‌সি‌বি ◈ রাজধানীতে দিনভর আন্দোলনে সাধারণ মানুষের ভোগান্তি, সমাধান কোন পথে ◈ লাতিন বাংলা সুপার কাপে আর্জেন্টিনার ক্লাবের সঙ্গে ড্র করলো বাংলাদেশ রেড গ্রিন ◈ সরকারি উন্নয়ন ব্যয় ও ব্যাংকঋণ কমায় বেসরকারি বিনিয়োগে মন্দা, অর্থনীতি স্থবির হওয়ার আশঙ্কা ◈ টানা চার দিন ধরে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে ◈ হাতে হ্যান্ডকাফ ও শেকল পরিয়ে যুক্তরাষ্ট্র থেকে আরও ৩১ বাংলাদেশিকে দেশে ফেরত ◈ সোনামসজিদ বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু, একদিনে এলো ৪১৯ মেট্রিক টন পেঁয়াজ ◈ ওয়াজের মঞ্চে স্ট্রোক, হাসপাতালে বক্তার মৃত্যু

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২১, ০৯:৪৪ সকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০২১, ০১:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড সংকটে ভারতের পাশে চীন-রাশিয়া, অক্সিজেন কনসেনট্রেটর দিচ্ছে হংকং ও আয়ারল্যান্ড

রাশিদুল ইসলাম : [২] বৃহস্পতিবার সকালে দিল্লি বিমানবন্দরে দুটি রুশ বিমানে ২০টি অক্সিজেন কনসেনট্রেটর, ৭৫টি ভেন্টিলেটর, ১৫০টি বেডসাইড মনিটর ও বিভিন্ন ওষুধ এসে পৌঁছেছে। ভারতে রুশ রাষ্ট্রদূত নিকোলয় কুদাশেভ জানিয়েছেন, দু’দেশের মধ্যে যে বিশেষ কূটনৈতিক সম্পর্ক রয়েছে, সেদিকে লক্ষ্য রেখে কোভিড যুদ্ধে ভারতের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। টাইমস অব ইন্ডিয়া

[৩] পহেলা মে প্রথমবারের জন্য ভারতে আসছে রুশ টিকা স্পুটনিক ভি-এর কয়েক লাখ ডোজ। ২০২০ সালে বিশ্বে করোনা টিকা হিসেবে প্রথম ছাড়পত্র পায় স্পুটনিক ভি। ইতিমধ্যেই পাঁচটি শীর্ষ ভারতীয় টিকা প্রস্তুতকারী সংগঠনের সঙ্গে চুক্তি করেছে স্পুট নির্মাতা রুশ সংস্থা। চুক্তিমতে প্রতিবছর তৈরি হবে ৮৫ কোটি ডোজ।

[৪] ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলার পর এ সহায়তা পাঠানোর জন্যে পুতিনকে ধন্যবাদ জানান।

[৫] চীনা রাষ্ট্রদূত সান ওয়েডং জানিয়েছেন ২৫ হাজার অক্সিজেন কনসেন্ট্রেটর পাঠানো হচ্ছে ভারতে। ভারত দাম দিয়েই তা কিনবে।

[৬] ৩০০ অক্সিজেন কনসেনট্রেটর আসছে হংকং থেকে ও ৭০০ পাঠাচ্ছে আয়ারল্যান্ডও। ভারতের ১৬ বছরের বিদেশ-নীতি পরিবর্তন করে মানুষের প্রাণ বাঁচাতে চিকিৎসা পরিষেবা আরও পোক্ত করার জন্য একাধিক দেশের কাছে হাত পাততে হচ্ছে।

[৭] সাউথ ব্লক বলছে, ভারত কারও কাছে সাহায্য চায়নি। এগুলো সব টাকা দিয়ে কেনা হচ্ছে। তবে কোনও কোনও দেশের সরকার বা সেখানকার বেসরকারি সংস্থা যদি উপহার হিসেবে কিছু সাহায্য বা অনুদান দিতে চান, তা কৃতজ্ঞতার সঙ্গেই গ্রহণ করবে ভারত। এর আগে কমপক্ষে ৮০টি দেশে সাড়ে ৬ কোটি প্রতিষেধক পাঠিয়েছে ভারত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়