শিরোনাম
◈ সমৃদ্ধ গণতন্ত্র নিশ্চিত করতে বাংলাদেশের পাশে কমনওয়েলথ: ঢাকায় আসছেন মহাসচিব ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের রায় আজ ◈ স্নাইপার সাফারি: অর্থের বিনিময় মানুষ গুলি করার ‘খেলা’ চালানোর অভিযোগ উঠেছে তিন দশক পর (ভিডিও) ◈ রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ ভোটার কার্ড করেন ৩০ হাজার টাকায়, পাসপোর্ট করতে গিয়ে আটক ◈ গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসায় সিইসির জবাব: ‘আইন ছাড়া সম্ভব নয়’

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২১, ১২:০৬ রাত
আপডেট : ৩০ এপ্রিল, ২০২১, ১২:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হবিগঞ্জ জেলা গোয়েন্দার অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ চিহ্নিত আমির আটক

আজিজুল ইসলাম: হবিগঞ্জ জেলার গোয়েন্দা পুলিশের বিশেষ মাদক বিরোধী অভিযানে ১২০ পিছ ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হল, চুনারুঘাট উপজেলার বড়খের গ্রামের সিরাজ মিয়ার পুত্র আমির আলী (২০)।

এ সময় কৌশলে উপজেলার কুখ্যাত মাদক ব্যবসায়ী ফারুক মিয়া (৪২) পুলিশের অবস্থান টের পেয়ে চলন্ত অটোরিকশা থেকে লাফ দিয়ে যেতে পালিয়ে সক্ষম হয়।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোঃ আল-আমিন এর দিক-নির্দেশনায় গোয়েন্দা পুলিশের এসআই মোঃ মোজাম্মেল মিয়ার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিত্বে আমরোড বাজার এলাকায় অভিযান পরিচালনা করে আমির আলী (২০)।

বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।

এ সময় আটক আমিরের দেহ তল্লাশি দেহ তল্লাশি করে নীল রঙের প্যাকেটে ১২০ পিছ মরণ নেশা ইয়াবা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আল- আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত মাদক ব্যবসায়ী বিভিন্ন সময় বিভিন্ন অভিনব কায়দায় হবিগঞ্জ জেলা বিভিন্ন জায়গা থেকে এনে বড় মাদক ব্যবসায়ীদের কাছে ইয়াবা পাচার করে আসছিল।

তিনি আরো বলেন, গোয়েন্দা পুলিশ বাদী হয়ে পালিয়ে যাওয়া ব্যবসায়ীসহ বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়