শিরোনাম
◈ ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ দিল ইসি ১০ নভেম্বর পর্যন্ত ◈ চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে ৭৫ শতাংশ অগ্রগতি: প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট পেশ ◈ বিএনপি প্রার্থীকে গুলির ঘটনায় নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি মির্জা ফখরুলের ◈ প্রাথমিকে ১০ হাজার ২১৯ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ৮ নভেম্বর ◈ মনোনয়ন বঞ্চিতদের মূল্যায়ন করার আশ্বাস বিএনপির ◈ গণসংযোগের সময় চট্টগ্রাম-৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ ◈ বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে তামাক নিষিদ্ধে যে ইতিহাস গড়ল মালদ্বীপ ◈ ব্যাটিং ব্যর্থতায় আফগা‌নিস্তা‌নের কা‌ছে ১০২ রা‌নে হে‌রে গে‌লো বাংলা‌দে‌শের যুবারা ◈ হন্ডুরাস‌কে ৭ গোলে হারা‌লো ব্রাজিল ◈ তিন দফা দাবিতে ৮ নভেম্বর আন্দোলনে নামছেন প্রাথমিক শিক্ষকরা

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২১, ১২:০৬ রাত
আপডেট : ৩০ এপ্রিল, ২০২১, ১২:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হবিগঞ্জ জেলা গোয়েন্দার অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ চিহ্নিত আমির আটক

আজিজুল ইসলাম: হবিগঞ্জ জেলার গোয়েন্দা পুলিশের বিশেষ মাদক বিরোধী অভিযানে ১২০ পিছ ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হল, চুনারুঘাট উপজেলার বড়খের গ্রামের সিরাজ মিয়ার পুত্র আমির আলী (২০)।

এ সময় কৌশলে উপজেলার কুখ্যাত মাদক ব্যবসায়ী ফারুক মিয়া (৪২) পুলিশের অবস্থান টের পেয়ে চলন্ত অটোরিকশা থেকে লাফ দিয়ে যেতে পালিয়ে সক্ষম হয়।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোঃ আল-আমিন এর দিক-নির্দেশনায় গোয়েন্দা পুলিশের এসআই মোঃ মোজাম্মেল মিয়ার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিত্বে আমরোড বাজার এলাকায় অভিযান পরিচালনা করে আমির আলী (২০)।

বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।

এ সময় আটক আমিরের দেহ তল্লাশি দেহ তল্লাশি করে নীল রঙের প্যাকেটে ১২০ পিছ মরণ নেশা ইয়াবা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আল- আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত মাদক ব্যবসায়ী বিভিন্ন সময় বিভিন্ন অভিনব কায়দায় হবিগঞ্জ জেলা বিভিন্ন জায়গা থেকে এনে বড় মাদক ব্যবসায়ীদের কাছে ইয়াবা পাচার করে আসছিল।

তিনি আরো বলেন, গোয়েন্দা পুলিশ বাদী হয়ে পালিয়ে যাওয়া ব্যবসায়ীসহ বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়