বিশ্বজিৎ দত্ত: [২] আফগানিস্থানের কারাগারে রয়েছে আইএসের ৪০৮ জন বিদেশি যোদ্ধার তালিকা প্রকাশ করেছে আফগানিস্থান সরকার। এই যোদ্ধাদের মধ্যে বাংলাদেশেরও ২ জন যোদ্ধা রয়েছে।
[৩] আফগানিস্তান সরকারের অফিশিয়াল টুইটার এনডিএস জানায়, বিদেশি যোদ্ধাদের মধ্যে সবচেয়ে বেশি হরো পাকিস্তানের। তাদের সংখ্যা২৯৯ জন, এরপরে রয়েছে উজবেকিস্তানের যোদ্ধা ৩৭, তাজিকিস্তানের ১৩,কিরঘিজস্তানের১২, রাশিয়ার ৫, জর্ডানের ৫, ইরানের৪, তুরস্কোর ৩ ইন্দোনেশিয়ার ৫ ভারতের ৪, বাংলাদেশের ২, মালদ্বীপের ২ ও আলজেরিয়ার একজন রয়েছে।
[৪] আফগানিস্তান এইসব যোদ্ধাদের তাদের নিজ দেশের সরকারের কাছে পাঠিয়ে দেয়ার জন্য খুব শিঘ্রই ব্যবস্থা নিচ্ছে বলে টুইটারে দাবি করা হয়।