রাকিবুল রিফাত: [২] সামরিক অভ্যুত্থানের জন্য মিয়ানমারের ওপর আরও নিষেধাজ্ঞা বাড়াতে বেশ কয়েকজন মার্কিন সিনেটর প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন। এছাড়া সেনাবাহিনীর দমন-পীড়নের প্রতিবাদে টোকিও অলিম্পিকে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দেশটির সাতারু উইন হেট। ওয়াশিংটন পোস্ট
[৩] সামরিক ঘাঁটিতে হামলার জবাবে বিদ্রোহীদের দমন করতে কারেন প্রদেশে সরাসরি বিমান হামলা অব্যাহত রেখেছে মিয়ানমারের সেনাবাহিনী। এ হামলায় বিদ্রোহীদের পাশাপাশি বেশকিছু বেসামরিক নাগরিকও হতাহত হয়েছেন বলে জানা গেছে। মিয়ানমার সেনাবাহিনী জানিয়েছে, বিদ্রোহীদের পুরোপুরি দমানোর আগ পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।
[৪] কারেন বিদ্রোহীদের বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনী যখন অভিযান চালাচ্ছে, ঠিক তখন দেশটির ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন সিনেটররা। এতে করে গণতন্ত্রকামীদের প্রতি সমর্থন যোগানো হবে বলে মন্তব্য করেন তারা। সম্পাদনা: সুমাইয়া ঐশী